Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলা, হতাহত ৩ 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৫:৫৭ পিএম

গাজায় ইসরাইলি বিমান হামলা, হতাহত ৩ 

টানা দ্বিতীয় দিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক ফিলিস্তিনি নিহত ও দুইজন আহত হয়েছেন। 

এদিকে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলে একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলেও আলজাজিরার খবরে বলা হয়েছে।

গাজা শহর থেকে আলজাজিরার এক প্রতিনিধির প্রতিবেদক জানান, ইসরাইলি হামলা যেসব স্থাপনায় করা হয়েছে সেগুলোর কয়েকটি আল কুদুস ব্রিগেডের ক্যাম্প।

আল কুদুস ব্রিগেড হলো ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা। মঙ্গলবারও ইসলামিক জিহাদের শীর্ষ তিন নেতার বাসস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে ওই তিন নেতাই নিহত হন। তবে ইসরাইলি ওই হামলায় শিশুসহ মোট ১৫ জন নিহত হন।

গাজা ইসরাইল বিমান হামলা হতাহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম