Logo
Logo
×

আন্তর্জাতিক

পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে জেলেনস্কি 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৫:১১ পিএম

পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে জেলেনস্কি 

পোপ ফ্রান্সিস এবং ইতালির নেতাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রোমে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

ইতালিতে পৌঁছানোর পর জেলেনস্কি এক টুইটবার্তায় বলেন, ইউক্রেনের বিজয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর এটি।  

এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এরপর শনিবারই ভ্যাটিকানের দিকে রওনা হবেন। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করবেন। 

জেলেনস্কির আগমনে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইতালি সরকার। তার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ। সেইসঙ্গে রোমকে নো-ফ্লাই-জোন ঘোষণা করা হয়েছে। 

এর আগে পোপ ফ্রান্সিস জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে ভ্যাটিকান।

ইউক্রেন যুদ্ধ পোপ সাক্ষাৎ ইতালি জেলেনস্কি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম