টাইমস স্কয়ারে বান্ধবীকে জন্মদিনের সারপ্রাইজ, নেট দুনিয়ায় তোলপাড়
অনলাইন ডেস্ক
১৭ মে ২০২৩, ১৯:১৬:১১ | অনলাইন সংস্করণ
জন্মদিনে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষ আয়োজন করে বান্ধবী তো তাক লাগিয়ে দিয়েছেনই, সেই সঙ্গে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন এক ভারতীয় যুবক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বান্ধবীর জন্মদিনে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটি বিশেষ স্লাইড শো-এর আয়োজন করেন ওই যুবক। পরে তার বান্ধবীকে যখন তিনি সেটি দেখান, তখন তিনি হতবাক হয়ে যান।
খবরে বলা হয়েছে, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকেই এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এনডিটিভি বলছে, ভিডিওটি পোস্ট করার পর থেকে প্রায় দেড় লাখের বেশি লাইক এবং বেশ কিছু মন্তব্য করা হয়েছে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি একটি প্রস্তাবের জন্য অপেক্ষা করছি।’
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই লোকটি তার স্ট্যান্ডার্ড বাড়িয়েছে!’
তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, ‘এখন এটি হবে নতুন প্রবণতা এবং আপনিই হবেন ট্রেন্ডসেটার।’
আরেকজন লিখেছেন, ‘এটি ছিল সেরা উপহার।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টাইমস স্কয়ারে বান্ধবীকে জন্মদিনের সারপ্রাইজ, নেট দুনিয়ায় তোলপাড়
জন্মদিনে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষ আয়োজন করে বান্ধবী তো তাক লাগিয়ে দিয়েছেনই, সেই সঙ্গে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন এক ভারতীয় যুবক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বান্ধবীর জন্মদিনে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটি বিশেষ স্লাইড শো-এর আয়োজন করেন ওই যুবক। পরে তার বান্ধবীকে যখন তিনি সেটি দেখান, তখন তিনি হতবাক হয়ে যান।
খবরে বলা হয়েছে, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকেই এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এনডিটিভি বলছে, ভিডিওটি পোস্ট করার পর থেকে প্রায় দেড় লাখের বেশি লাইক এবং বেশ কিছু মন্তব্য করা হয়েছে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি একটি প্রস্তাবের জন্য অপেক্ষা করছি।’
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই লোকটি তার স্ট্যান্ডার্ড বাড়িয়েছে!’
তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, ‘এখন এটি হবে নতুন প্রবণতা এবং আপনিই হবেন ট্রেন্ডসেটার।’
আরেকজন লিখেছেন, ‘এটি ছিল সেরা উপহার।’