কে কে আছেন ইউক্রেনের হিট লিস্টে?
দেখতে দেখতে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রায় দেড় বছর হতে যাচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সাধারণ হামলার পাশাপাশি কৌশলও পাল্টাচ্ছে দুই পক্ষ। যুদ্ধের এই পর্যায়ে এসে ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি এক নতুন তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। এ ছাড়া রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে তিনি জানিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি জার্মানির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্কিবিটস্কি এসব কথা বলেছেন।
গণমাধ্যমটির পক্ষ তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কি না? এর জবাবে স্কিবিটস্কি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেখছেন যে, আমরা দিন দিন তার কাছে চলে আসছি।’
ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে, কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন। তবে তিনি এখন মাথা বের করতে (প্রকাশ্যে আসছেন) শুরু করেছেন।
তিনি আরও বলেন, পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারে না যে, এই ব্যক্তি সত্যি পুতিন কি না।
ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার অধস্তন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টা করেছে। এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা করা হয়েছে।
কে কে আছেন ইউক্রেনের হিট লিস্টে?
অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৩, ১৮:১২:২৫ | অনলাইন সংস্করণ
দেখতে দেখতে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রায় দেড় বছর হতে যাচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সাধারণ হামলার পাশাপাশি কৌশলও পাল্টাচ্ছে দুই পক্ষ। যুদ্ধের এই পর্যায়ে এসে ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি এক নতুন তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। এ ছাড়া রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে তিনি জানিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি জার্মানির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্কিবিটস্কি এসব কথা বলেছেন।
গণমাধ্যমটির পক্ষ তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কি না? এর জবাবে স্কিবিটস্কি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেখছেন যে, আমরা দিন দিন তার কাছে চলে আসছি।’
ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে, কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন। তবে তিনি এখন মাথা বের করতে (প্রকাশ্যে আসছেন) শুরু করেছেন।
তিনি আরও বলেন, পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারে না যে, এই ব্যক্তি সত্যি পুতিন কি না।
ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার অধস্তন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টা করেছে। এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023