তুরস্কে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়ে যা বললেন এরদোগান
গত ২০ বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় নির্বাচিত হয়ে দেশটির মসনদে বসছেন। রোববার অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরদোগান।
ইস্তাম্বুলে একে পার্টির সদর দফতরের সামনে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে আরও পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনভার তুলে দেওয়ায় ভোটারদের ধন্যবাদ দেন এরদোগান।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে তারা আবার আমাদের কাছে আগামী পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনের দায়িত্ব দিয়েছেন।’
তিনি বলেন, ১৪ মে এবং ২৮ মে দুটি নির্বাচনে দেশের ৮৫ মিলিয়ন নাগরিকই ‘বিজয়ী’।
জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোগান বলেন, ‘আমরা আমাদের জনগণের অনুগ্রহে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা সম্পন্ন করেছি।’
তুর্কি জনসাধারণকে ‘গণতন্ত্র উৎসব’ নির্বাচনের সময় দেশটির অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান তিনি।
টানা তৃতীয়বারের মতো তুরস্কের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া এরদোগান বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের আস্থার যোগ্য হব, যেমনটি আমরা গত ২১ বছর ধরে করেছি।’
তুরস্কে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়ে যা বললেন এরদোগান
অনলাইন ডেস্ক
২৯ মে ২০২৩, ০১:৩৬:৫৫ | অনলাইন সংস্করণ
গত ২০ বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় নির্বাচিত হয়ে দেশটির মসনদে বসছেন। রোববার অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরদোগান।
ইস্তাম্বুলে একে পার্টির সদর দফতরের সামনে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে আরও পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনভার তুলে দেওয়ায় ভোটারদের ধন্যবাদ দেন এরদোগান।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে তারা আবার আমাদের কাছে আগামী পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনের দায়িত্ব দিয়েছেন।’
তিনি বলেন, ১৪ মে এবং ২৮ মে দুটি নির্বাচনে দেশের ৮৫ মিলিয়ন নাগরিকই ‘বিজয়ী’।
জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোগান বলেন, ‘আমরা আমাদের জনগণের অনুগ্রহে প্রেসিডেন্টনির্বাচনের দ্বিতীয় দফা সম্পন্ন করেছি।’
তুর্কি জনসাধারণকে ‘গণতন্ত্র উৎসব’ নির্বাচনের সময় দেশটির অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান তিনি।
টানা তৃতীয়বারের মতো তুরস্কের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া এরদোগান বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের আস্থার যোগ্য হব, যেমনটি আমরা গত ২১ বছর ধরে করেছি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023