মালিতে বাংলাদেশি ৩ শান্তিরক্ষী আহত

 যুগান্তর ডেস্ক 
২৯ মে ২০২৩, ১০:৫০ পিএম  |  অনলাইন সংস্করণ

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের তিন সৈন্য রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আহত হয়েছেন।

সোমবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালনের মধ্যে বাংলাদেশ পুলিশ এই খবর দেয়। আহতরা সবাই পুলিশ বাহিনীর সদস্য। তবে তাদের নাম জানায়নি পুলিশ।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালির স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ) টহল টিমের গাড়ি বহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটান হয়।

এতে পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ারটি (এপিসি) ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন আহত হন।


 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন