ন্যাটোর বদলি খেলোয়াড় হতে চায় না ইউক্রেন: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ন্যাটো জোটের অপূর্ণাঙ্গ সদস্য বা বদলি খেলোয়াড় হতে চায় না। একমাত্র ন্যাটো জোটের পূর্ণাঙ্গ সদস্য পদই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
রুম সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ন্যাটোর পূর্ণাঙ্গ সদস্য পদ এবং পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি অব্যাহত রাখবেন বলেও জানান জেলেনস্কি।
খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমরা ন্যাটোর সাবস্টিটিউট হতে চাই না। এ জন্য সর্বোচ্চ পর্যায়ে অনেক বৈঠক ও আলাপ-আলোচনা চলছে। আমরা অন্য কিছু চাইছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটের সদস্যরা একে অপরকে রক্ষা করবে বলে যে ঘোষণা রয়েছে এটি হচ্ছে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার বিষয়। এর মধ্য দিয়ে তিনি মূলত ন্যাটো জোটের আর্টিকেল ফাইভের কথা ইঙ্গিত করেছেন।
ন্যাটোর আর্টিকেল ফাইভে বলা হয়েছে, ন্যাটোভুক্ত কোনো দেশ যদি শত্রু পক্ষের মাধ্যমে আক্রান্ত হয় তাহলে জোটের অন্য সব সদস্য দেশ সম্মিলিতভাবে আক্রান্ত দেশের পক্ষে যুদ্ধ করবে।
ইউক্রেন ন্যাটো জোটের সদস্য হলে একই রকমের নিরাপত্তার গ্যারান্টি পাবে বলে আশা প্রকাশ করছেন জেলেনস্কি।
ন্যাটোর বদলি খেলোয়াড় হতে চায় না ইউক্রেন: জেলেনস্কি
অনলাইন ডেস্ক
০৪ জুন ২০২৩, ১৬:০৬:৩৩ | অনলাইন সংস্করণ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ন্যাটো জোটের অপূর্ণাঙ্গ সদস্য বা বদলি খেলোয়াড় হতে চায় না। একমাত্র ন্যাটো জোটের পূর্ণাঙ্গ সদস্য পদই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
রুম সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ন্যাটোর পূর্ণাঙ্গ সদস্য পদ এবং পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি অব্যাহত রাখবেন বলেও জানান জেলেনস্কি।
খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমরা ন্যাটোর সাবস্টিটিউট হতে চাই না। এ জন্য সর্বোচ্চ পর্যায়ে অনেক বৈঠক ও আলাপ-আলোচনা চলছে। আমরা অন্য কিছু চাইছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটের সদস্যরা একে অপরকে রক্ষা করবে বলে যে ঘোষণা রয়েছে এটি হচ্ছে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার বিষয়। এর মধ্য দিয়ে তিনি মূলত ন্যাটো জোটের আর্টিকেল ফাইভের কথা ইঙ্গিত করেছেন।
ন্যাটোর আর্টিকেল ফাইভে বলা হয়েছে, ন্যাটোভুক্ত কোনো দেশ যদি শত্রু পক্ষের মাধ্যমে আক্রান্ত হয় তাহলে জোটের অন্য সব সদস্য দেশ সম্মিলিতভাবে আক্রান্ত দেশের পক্ষে যুদ্ধ করবে।
ইউক্রেন ন্যাটো জোটের সদস্য হলে একই রকমের নিরাপত্তার গ্যারান্টি পাবে বলে আশা প্রকাশ করছেন জেলেনস্কি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023