চীনে ভূমিধস, নিহত ১৪
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচজন নিখোঁজ হন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য দিয়েছে।
দেশটির ওই প্রদেশের দক্ষিণাঞ্চলের লেশান শহরের কাছে একটি পার্বত্য এলাকায় রোববার সকালে (স্থানীয় সময় ৬টা) এ ভূমিধসের ঘটনা ঘটে।
সিসিটিভি জানিয়েছে, ১৮০ জনের বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। চীনের আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে জানা গেছে, ভূমিধসের আগে গত দুদিন ধরে লেশান শহরে ভারি বৃষ্টি হয়েছিল।
দক্ষিণ-পশ্চিম চীনে ভারি বৃষ্টিপাতের ঘটনায় সেখানকার শত শত বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। কারণ, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৩শটিরও বেশি দুর্যোগ সতর্কতার বার্তা জারি করেছে।
গ্লোবাল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, প্রাদেশিক দুর্যোগ ও ত্রাণ কর্তৃপক্ষ জানিয়েছে যে মঙ্গলবার থেকে সিচুয়ান প্রদেশের গুয়াংইয়ুয়ান, নানচং, দাঝৌ ও বাজহং কাউন্টিতে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে ১১৮১টি পরিবারের ২৫৫২ জনকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছে।
চীনে ভূমিধস, নিহত ১৪
অনলাইন ডেস্ক
০৪ জুন ২০২৩, ২২:৪০:০৩ | অনলাইন সংস্করণ
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচজন নিখোঁজ হন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য দিয়েছে।
দেশটির ওই প্রদেশের দক্ষিণাঞ্চলের লেশান শহরের কাছে একটি পার্বত্য এলাকায় রোববার সকালে (স্থানীয় সময় ৬টা) এ ভূমিধসের ঘটনা ঘটে।
সিসিটিভি জানিয়েছে, ১৮০ জনের বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। চীনের আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে জানা গেছে, ভূমিধসের আগে গত দুদিন ধরে লেশান শহরে ভারি বৃষ্টি হয়েছিল।
দক্ষিণ-পশ্চিম চীনে ভারি বৃষ্টিপাতের ঘটনায় সেখানকার শত শত বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। কারণ, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৩শটিরও বেশি দুর্যোগ সতর্কতার বার্তা জারি করেছে।
গ্লোবাল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, প্রাদেশিক দুর্যোগ ও ত্রাণ কর্তৃপক্ষ জানিয়েছে যে মঙ্গলবার থেকে সিচুয়ান প্রদেশের গুয়াংইয়ুয়ান, নানচং, দাঝৌ ও বাজহং কাউন্টিতে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে ১১৮১টি পরিবারের ২৫৫২ জনকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023