পাসপোর্ট নিয়ে যে অভিযোগ কাবুলের বাসিন্দাদের
তালিবান শাসিত আফগানিস্তানে পাসপোর্ট পেতে বিড়ম্বনায় পড়ছেন নাগরিকরা।
পাসপোর্ট ব্যবস্থা নিয়ে অভিযোগ করে কাবুলের বাসিন্দারা বলেছেন, একবছরের বেশি সময় পেরিয়ে গেলেও অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে।
কাবুলের বাসিন্দা হামিদ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তিনি পাসপোর্টের জন্য আবেদন জমা দেওয়ার পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও কোনো খবর পাননি তিনি।
হামিদ টোলো নিউজকে বলেন, ‘তারা এখন আমাদের পাসপোর্ট অফিসে ঢুকতে দেয় না।’
কাবুলের বাসিন্দারা জানিয়েছেন, পাসপোর্ট না থাকায় তারা চিকিৎসা, বৃত্তি বা অন্যান্য সমস্যার জন্য বিদেশে যেতে পারছেন না।
তারা বলছেন, প্রত্যেক নাগরিকের একটি পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে এবং ইসলামী আমিরাতের উচিত এই বিষয়ে আরও ভালো সুবিধা প্রদান করা।
কাবুলের আরেক বাসিন্দা আবদুল্লাহ বলেন, সরকারের এদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। যদিও তারা বলে যে বিতরণ করা হবে, তবে প্রক্রিয়াটি খুবই ধীর। আমি প্রায় ১৭ মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনও তা পাইনি।
তবে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, পাসপোর্ট বিতরণ প্রক্রিয়া সঠিকভাবে চলছে এবং সারাদেশে প্রতিদিন ১০ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়।
অধিদপ্তরের মুখপাত্র নূরুল্লাহ পাটমান বলেন, রাজধানী কাবুলসহ ৩৩টি প্রদেশের পাসপোর্ট বিতরণ স্বাভাবিকভাবে চলছে। আমরা প্রতিদিন হাজার হাজার পাসপোর্ট বিতরণ করছি।
পাসপোর্ট নিয়ে যে অভিযোগ কাবুলের বাসিন্দাদের
যুগান্তর ডেস্ক
০৬ জুন ২০২৩, ২১:৩১:৫৬ | অনলাইন সংস্করণ
তালিবান শাসিত আফগানিস্তানে পাসপোর্ট পেতে বিড়ম্বনায় পড়ছেন নাগরিকরা।
পাসপোর্ট ব্যবস্থা নিয়ে অভিযোগ করে কাবুলের বাসিন্দারা বলেছেন, একবছরের বেশি সময় পেরিয়ে গেলেও অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে।
কাবুলের বাসিন্দা হামিদ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তিনি পাসপোর্টের জন্য আবেদন জমা দেওয়ার পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও কোনো খবর পাননি তিনি।
হামিদ টোলো নিউজকে বলেন, ‘তারা এখন আমাদের পাসপোর্ট অফিসে ঢুকতে দেয় না।’
কাবুলের বাসিন্দারা জানিয়েছেন, পাসপোর্ট না থাকায় তারা চিকিৎসা, বৃত্তি বা অন্যান্য সমস্যার জন্য বিদেশে যেতে পারছেন না।
তারা বলছেন, প্রত্যেক নাগরিকের একটি পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে এবং ইসলামী আমিরাতের উচিত এই বিষয়ে আরও ভালো সুবিধা প্রদান করা।
কাবুলের আরেক বাসিন্দা আবদুল্লাহ বলেন, সরকারের এদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। যদিও তারা বলে যে বিতরণ করা হবে, তবে প্রক্রিয়াটি খুবই ধীর। আমি প্রায় ১৭ মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনও তা পাইনি।
তবে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, পাসপোর্ট বিতরণ প্রক্রিয়া সঠিকভাবে চলছে এবং সারাদেশে প্রতিদিন ১০ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়।
অধিদপ্তরের মুখপাত্র নূরুল্লাহ পাটমান বলেন, রাজধানী কাবুলসহ ৩৩টি প্রদেশের পাসপোর্ট বিতরণ স্বাভাবিকভাবে চলছে। আমরা প্রতিদিন হাজার হাজার পাসপোর্ট বিতরণ করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023