পানির নিচে ১০০ দিন
পানির নিচে টানা ১০০ দিন থেকে এবার আরেকটি নতুন বিশ্বরেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অধ্যাপক ড. জোসেফ দিতুরি। ১ মার্চ থেকে ১০০ দিন পানির নিচে থাকার পর শুক্রবার প্রথমবারের মতো সূর্যের মুখ দেখলেন তিনি।
দ্য মেরিন রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ফ্লোরিডার কি লার্গো লেগুন সামুদ্রিক পার্কের ৩০ ফুট গভীরে একটি খুদে সাবমেরিনে ১০০ দিন অতিবাহিত করেন। ফক্স নিউজ, এবিসি।
ফ্লোরিডার ‘ড. ডিপ সি’ উপাধিতে খ্যাত ৫৬ বছর বয়সি এই অধ্যাপক ২০১৪ সালে ৭৩ দিন ২ ঘণ্টা ৩৪ মিনিট পানির নিচে থেকে বিশ্বরেকর্ড গড়েন। ৭৪ দিনের মাথায় গিনেস বুকে নাম ওঠে তার। নিজের সেই পুরোনো রেকর্ড এবার নিজেই ভাঙলেন ড. ডিপ।
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা হিসাবে অবসর নেওয়া অধ্যাপক দিতুরি জানান, পানির নিচের নিঃসঙ্গ জীবনকে আবিষ্কারের কৌতূহল থেকেই এ উদ্যোগ নেন তিনি। পানির নিচের পরিবেশ সম্পর্কে মানুষের জ্ঞানকে আরও প্রসারিত করাই ছিল তার উদ্দেশ্য। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার চেষ্টাও করেন তিনি। আরও অবাক হওয়ার বিষয় হলো, সমুদ্রের নিচে থেকেও শিক্ষকতা চালিয়ে গেছেন তিনি। ১২টি ভিন্ন ভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে অনলাইন ক্লাসে ছিলেন। এ সময় ৬০ জনেরও বেশি মানুষকে পানির নিচে থাকার জন্য উৎসাহিত করেছেন।
পানির নিচে ১০০ দিন
অনলাইন ডেস্ক
১০ জুন ২০২৩, ২১:১৯:৫৩ | অনলাইন সংস্করণ
পানির নিচে টানা ১০০ দিন থেকে এবার আরেকটি নতুন বিশ্বরেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অধ্যাপক ড. জোসেফ দিতুরি।১ মার্চ থেকে ১০০ দিন পানির নিচে থাকার পর শুক্রবার প্রথমবারের মতো সূর্যের মুখ দেখলেন তিনি।
দ্য মেরিন রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ফ্লোরিডার কি লার্গো লেগুন সামুদ্রিক পার্কের ৩০ ফুট গভীরে একটি খুদে সাবমেরিনে ১০০ দিন অতিবাহিত করেন। ফক্স নিউজ, এবিসি।
ফ্লোরিডার ‘ড. ডিপ সি’ উপাধিতে খ্যাত ৫৬ বছর বয়সি এই অধ্যাপক ২০১৪ সালে ৭৩ দিন ২ ঘণ্টা ৩৪ মিনিট পানির নিচে থেকে বিশ্বরেকর্ড গড়েন। ৭৪ দিনের মাথায় গিনেস বুকে নাম ওঠে তার। নিজের সেই পুরোনো রেকর্ড এবার নিজেই ভাঙলেন ড. ডিপ।
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা হিসাবে অবসর নেওয়া অধ্যাপক দিতুরি জানান, পানির নিচের নিঃসঙ্গ জীবনকে আবিষ্কারের কৌতূহল থেকেই এ উদ্যোগ নেন তিনি। পানির নিচের পরিবেশ সম্পর্কে মানুষের জ্ঞানকে আরও প্রসারিত করাই ছিল তার উদ্দেশ্য। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার চেষ্টাও করেন তিনি। আরও অবাক হওয়ার বিষয় হলো, সমুদ্রের নিচে থেকেও শিক্ষকতা চালিয়ে গেছেন তিনি। ১২টি ভিন্ন ভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে অনলাইন ক্লাসে ছিলেন। এ সময় ৬০ জনেরও বেশি মানুষকে পানির নিচে থাকার জন্য উৎসাহিত করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023