ইউক্রেনে পানির অভাবে ৭ লাখ মানুষ: জাতিসংঘ
কাখভোকা বাঁধ ধ্বংসে দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই চলছে। চলমান এ দুর্যোগে মাথাচাড়া দিয়ে উঠল সুপেয় পানির অভাব। খেরসনসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির অভাবে রয়েছেন প্রায় ৭ লাখ মানুষ।
শনিবার এক বিবৃতিতে এমনটাই বলেছেন জাতিসংঘের মানবিক ও ত্রাণবিষয়ক সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস। তিনি আরও আশঙ্কা করেন, ভয়াবহ এ বাঁধ ধ্বংসের ঘটনায় ইউক্রেনের শস্য রপ্তানি কমে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লাখ মানুষের খাদ্য ঘাটতি দেখা যাবে।
এদিকে শুকবার রাতেই ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে বন্দরনগরী ওডেসা। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ‘হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।’
রাশিয়ার ড্রোন থেকে ধ্বংসাবশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি ভবনে পড়ে আগুন লাগলে তিন শিশুসহ ২৭ জন আহত হন। আক্রমণের পর খেরসনে এক মহিলাকে বিমর্ষ অবস্থায় ঘরে যেতে দেখা যায়।
ইউক্রেনে পানির অভাবে ৭ লাখ মানুষ: জাতিসংঘ
অনলাইন ডেস্ক
১০ জুন ২০২৩, ২১:৩২:২১ | অনলাইন সংস্করণ
কাখভোকা বাঁধ ধ্বংসে দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই চলছে। চলমান এ দুর্যোগে মাথাচাড়া দিয়ে উঠল সুপেয় পানির অভাব। খেরসনসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির অভাবে রয়েছেন প্রায় ৭ লাখ মানুষ।
শনিবার এক বিবৃতিতে এমনটাই বলেছেন জাতিসংঘের মানবিক ও ত্রাণবিষয়ক সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস। তিনি আরও আশঙ্কা করেন, ভয়াবহ এ বাঁধ ধ্বংসের ঘটনায় ইউক্রেনের শস্য রপ্তানি কমে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লাখ মানুষের খাদ্য ঘাটতি দেখা যাবে।
এদিকে শুকবার রাতেই ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে বন্দরনগরী ওডেসা। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ‘হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।’
রাশিয়ার ড্রোন থেকে ধ্বংসাবশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি ভবনে পড়ে আগুন লাগলে তিন শিশুসহ ২৭ জন আহত হন। আক্রমণের পর খেরসনে এক মহিলাকে বিমর্ষ অবস্থায় ঘরে যেতে দেখা যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023