সিন্ধু প্রদেশে বেড়েছে অপহরণের ঘটনা
পাকিস্তানের সিন্ধু প্রদেশে সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বেড়ে গেছে। প্রদেশটির বাসিন্দারা একের পর এক অপহরণের ঘটনার অভিযোগ করেছেন।
সিন্ধু প্রদেশের কান্ধকোট শহর থেকে আজিম মানিক নামে দুই বছরের এক শিশুকে অপহরণ করা হয়েছে।
এ নিয়ে গত দু সপ্তাহে সিন্ধু প্রদেশের দুটি শিশু অপহরণের ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে সম্রাট কুমার নামে এক শিশুকে একই এলাকা থেকে অপহরণ করা হয়।
পাকিস্তানের আঞ্চলিক সংবাদমাধ্যম জাসরাতের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ খবর জানিয়েছে।
তিন বছর বয়সী সম্রাটকে অপহরণের পর অপহরণকারীরা একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় সম্রাট কুমারের দুই হাত পেছন দিক দিয়ে বাঁধা অবস্থায় তাকে খাবার দেওয়া হয়েছে।
আঞ্চলিক সংবাদমাধ্যম জাসরাতের খবরে আরো বলা হয়, এ নিয়ে ওই অঞ্চলের ১০জন মানুষ অপহরণকারীদের হাতে জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বিগত কয়েক মাসে এসব অপহরণকারীদের হাতে একজন পুলিশ নিহত ও ১০জন মারাত্মকভাবে আহত হয়েছেন।অপহৃত ব্যক্তিদের ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত কোন সফল পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
অপহরণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায় আন্দোলনের ডাক দিয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা অপহণের প্রতিবাদে লাগাতার আন্দোলন ও সভা সমাবেশ করে যাচ্ছেন।
অন্যদিকে, সিন্ধু হাইকোর্টের প্রধান বিচারপতি শিশু কুমারকে অপহরণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইজি সিন্ধু পুলিশ, জেলা দায়রা জজ এবং এসএসপির কাছে দুদিনের মধ্যে প্রতিবেদন চাওয়া হয়েছে।
সিন্ধু প্রদেশে বেড়েছে অপহরণের ঘটনা
যুগান্তর ডেস্ক
১১ জুন ২০২৩, ০০:৩৩:২৪ | অনলাইন সংস্করণ
পাকিস্তানের সিন্ধু প্রদেশে সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বেড়ে গেছে। প্রদেশটির বাসিন্দারা একের পর এক অপহরণের ঘটনার অভিযোগ করেছেন।
সিন্ধু প্রদেশের কান্ধকোট শহর থেকে আজিম মানিক নামে দুই বছরের এক শিশুকে অপহরণ করা হয়েছে।
এ নিয়ে গত দু সপ্তাহে সিন্ধু প্রদেশের দুটি শিশু অপহরণের ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে সম্রাট কুমার নামে এক শিশুকে একই এলাকা থেকে অপহরণ করা হয়।
পাকিস্তানের আঞ্চলিক সংবাদমাধ্যম জাসরাতের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ খবর জানিয়েছে।
তিন বছর বয়সী সম্রাটকে অপহরণের পর অপহরণকারীরা একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় সম্রাট কুমারের দুই হাত পেছন দিক দিয়ে বাঁধা অবস্থায় তাকে খাবার দেওয়া হয়েছে।
আঞ্চলিক সংবাদমাধ্যম জাসরাতের খবরে আরো বলা হয়, এ নিয়ে ওই অঞ্চলের ১০জন মানুষ অপহরণকারীদের হাতে জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বিগত কয়েক মাসে এসব অপহরণকারীদের হাতে একজন পুলিশ নিহত ও ১০জন মারাত্মকভাবে আহত হয়েছেন।অপহৃত ব্যক্তিদের ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত কোন সফল পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
অপহরণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায় আন্দোলনের ডাক দিয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা অপহণের প্রতিবাদে লাগাতার আন্দোলন ও সভা সমাবেশ করে যাচ্ছেন।
অন্যদিকে, সিন্ধু হাইকোর্টের প্রধান বিচারপতি শিশু কুমারকে অপহরণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইজি সিন্ধু পুলিশ, জেলা দায়রা জজ এবং এসএসপির কাছে দুদিনের মধ্যে প্রতিবেদন চাওয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023