Logo
Logo
×

আন্তর্জাতিক

মা-বাবাকে সমান অধিকার দিতে আইন সংশোধন করছে মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৭:৪১ পিএম

মা-বাবাকে সমান অধিকার দিতে আইন সংশোধন করছে মালয়েশিয়া

মালয়েশিয়ার নারীদের বিদেশে জন্ম নেওয়া সন্তানদেরকে নাগরিকত্বের বিষয়ে আইন সংশোধনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

সাধারণত দেশটির নারীদের বিদেশে জন্মগ্রহণকারী সন্তানদের মালয়েশিয়ার নাগরিকত্ব দেওয়া হয় না, তবে পুরুষদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া হয়।

মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, নতুন এই আইনের উদ্দেশ্য হবে ফেডারেল সংবিধান অনুযায়ী মালয়েশিয়ার মায়েদের সমান অধিকার নিশ্চিত করা।

কুয়ালালামপুরে আইন বিষয়ক এক সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, নারীদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া হয় না, আর পুরুষদের সন্তানদের নাগরিকত্ব দেওয়া হয়। এটা ঠিক নয়। 

প্রধানমন্ত্রী আরো জানান, ফেডারেল সংবিধানে সংশোধনী এনে দ্বিতীয় তফসিলের প্রথম ও দ্বিতীয় অংশে পরিবর্তন করে নারীদের সন্তানদেরও স্বীকৃতি দেবেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম