কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
কলম্বিয়ার রাজধানী বাগোতায় শক্তিশালী এক ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে নগরীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বৃহস্পতিবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আর কলম্বিয়ার ন্যাশনাল জিওলজিক্যাল সার্ভিস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে উল্লেখ করেছে।
এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
বাগোতার বাসিন্দা আদ্রিয়ান অ্যালারকন (৪৩) বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। অনেকক্ষণ স্থায়ী হয়েছে। এক সেকেন্ডের মধ্যেই জীবন পাল্টে যায়। জীবন বাঁচাতে দৌড় দেওয়া ছাড়া আপনি আর কিছু করতে পারবেন না।
নগরীর মেয়র ক্লাউদিয়া লোপেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) জানিয়েছেন, ভূমিকম্প চলার সময় রাজধানীর দক্ষিণ-পূর্ব অংশে এক নারী তার জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেছেন।
ভূমিকম্পে কলম্বিয়ার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় চেম্বার কক্ষের সিলিংয়ের কারুকাজ খসে নিচে ডেস্কের উপর পড়ে।
এক্সে পোস্ট করা এক বার্তায় প্রতিনিধি পরিষদ জানিয়েছে, এ ঘটনায় কেউ আঘাত পায়নি।
কলম্বিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বাগোতার দক্ষিণ-পূর্বে ছোট শহর কালভারিওর সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে এলাকাটির জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিকটবর্তী ভিয়াভিসেনসিওতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জরুরি পরিষেবার কর্মীরা খতিয়ে দেখছেন।
কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১৭:২৯:৫৮ | অনলাইন সংস্করণ
কলম্বিয়ার রাজধানী বাগোতায় শক্তিশালী এক ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে নগরীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বৃহস্পতিবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আর কলম্বিয়ার ন্যাশনাল জিওলজিক্যাল সার্ভিস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে উল্লেখ করেছে।
এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
বাগোতার বাসিন্দা আদ্রিয়ান অ্যালারকন (৪৩) বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। অনেকক্ষণ স্থায়ী হয়েছে। এক সেকেন্ডের মধ্যেই জীবন পাল্টে যায়। জীবন বাঁচাতে দৌড় দেওয়া ছাড়া আপনি আর কিছু করতে পারবেন না।
নগরীর মেয়র ক্লাউদিয়া লোপেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) জানিয়েছেন, ভূমিকম্প চলার সময় রাজধানীর দক্ষিণ-পূর্ব অংশে এক নারী তার জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেছেন।
ভূমিকম্পে কলম্বিয়ার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় চেম্বার কক্ষের সিলিংয়ের কারুকাজ খসে নিচে ডেস্কের উপর পড়ে।
এক্সে পোস্ট করা এক বার্তায় প্রতিনিধি পরিষদ জানিয়েছে, এ ঘটনায় কেউ আঘাত পায়নি।
কলম্বিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বাগোতার দক্ষিণ-পূর্বে ছোট শহর কালভারিওর সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে এলাকাটির জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিকটবর্তী ভিয়াভিসেনসিওতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জরুরি পরিষেবার কর্মীরা খতিয়ে দেখছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023