কানাডায় বিয়ের অনুষ্ঠানে গুলি, নিহত ২
কানাডার রাজধানী অটোয়ায় বিয়ের অনুষ্ঠানের অভ্যর্থনা স্থানে বন্দুক হামলায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি স্থানীয় সময় শনিবার গভীর রাতে ঘটেছে।
একই সঙ্গে দু’টি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের বাইরে বন্দুকযুদ্ধ শুরু হলে অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা নিরাপদস্থানে আশ্রয় নেয়। খবর এএফপি’র।
শনিবার রাত ১০টা ২১ মিনিটে দক্ষিণ-প্রান্তের একটি কনভেনশন হলের পার্কিংস্থলে গুলি বর্ষণ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, ‘আমরা ঘটনাস্থল ছেড়ে যাওয়া সম্ভব না হলে পুলিশ আমাদের গাড়িতে থাকতে বলে।’
অটোয়া পুলিশ নিশ্চিত করেছে, কানাডার বৃহত্তম শহর টরেন্টো থেকে ২৬ ও ২৯ বছর বয়সী দু’জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, আহত ৬ জনের মধ্যে কয়েকজন আমেরিকান রয়েছে। তাদের জীবন শঙ্কা মুক্ত। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কানাডার সরকারের মতে, বেশ কয়েকটি শহরে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন গুলি হামলাসহ সশস্ত্র সহিংসতা ক্রমন্বয়ে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংস বন্দুক হামলা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কানাডায় বিয়ের অনুষ্ঠানে গুলি, নিহত ২
যুগান্তর ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৯:১৬ | অনলাইন সংস্করণ
কানাডার রাজধানী অটোয়ায় বিয়ের অনুষ্ঠানের অভ্যর্থনা স্থানে বন্দুক হামলায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি স্থানীয় সময় শনিবার গভীর রাতে ঘটেছে।
একই সঙ্গে দু’টি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের বাইরে বন্দুকযুদ্ধ শুরু হলে অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা নিরাপদস্থানে আশ্রয় নেয়। খবর এএফপি’র।
শনিবার রাত ১০টা ২১ মিনিটে দক্ষিণ-প্রান্তের একটি কনভেনশন হলের পার্কিংস্থলে গুলি বর্ষণ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, ‘আমরা ঘটনাস্থল ছেড়ে যাওয়া সম্ভব না হলে পুলিশ আমাদের গাড়িতে থাকতে বলে।’
অটোয়া পুলিশ নিশ্চিত করেছে, কানাডার বৃহত্তম শহর টরেন্টো থেকে ২৬ ও ২৯ বছর বয়সী দু’জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, আহত ৬ জনের মধ্যে কয়েকজন আমেরিকান রয়েছে। তাদের জীবন শঙ্কা মুক্ত। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কানাডার সরকারের মতে, বেশ কয়েকটি শহরে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন গুলি হামলাসহ সশস্ত্র সহিংসতা ক্রমন্বয়ে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংস বন্দুক হামলা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023