ওমরাহ পালনে শিশুদের জন্য নির্দেশনা

 যুগান্তর ডেস্ক 
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ এএম  |  অনলাইন সংস্করণ

পবিত্র মক্কায় ওমরাহ পালনের সময় অভিভাবকদের সঙ্গে থাকা শিশুদের নিরাপত্তার স্বার্থে কিছু নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গালফ নিউজে শুক্রবার এই তথ্য প্রকাশ করা হয়েছে। 

দেশটির মন্ত্রণালয়ের জারি করা এসব নির্দেশনায় শিশুদের নিরাপদ ওমরাহ পালনের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। ওমরাহ পালনে ব্রতীদের সঙ্গে শিশু রাখলে মোটাদাগে চারটি নির্দেশনা পালন করতে বলা হয়েছে।
 
এক. শিশুদের কবজিতে অবশ্যই শনাক্তকরণ ব্রেসলেট পড়িয়ে দিতে হবে। যাতে করে সহজেই তাদের শনাক্ত করা যায়।

দুই. অভিভাবকদের জনাকীর্ণ স্থান পরিহার করে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

তিন. শিশুর ব্যক্তিগত স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখা অর্থাৎ শিশুরা পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে সেটা নিশ্চিত করা। 

চার. শিশুদের খাদ্যের দিকে নজর রাখা অর্থাৎ শিশুরা কি ধরনের খাবারে স্বাচ্ছন্দ্যবোধ করছে সেই দিকে সতর্ক থাকা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন