সাঁজোয়া ট্রেনে করে রাশিয়া ছাড়লেন কিম
ছয় দিনের দীর্ঘ সফর শেষে রাশিয়া ছেড়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার সাঁজোয়া ট্রেনে করে মস্কো ছাড়েন তিনি।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশের বাইরে প্রথমবারের মতো সফরে যান কিম। পুরোনো মিত্র রাশিয়ায় সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। সফরে কোনো ধরনের অস্ত্র চুক্তি হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে নিষোধাজ্ঞা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল পশ্চিমারা।
রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তি কিমের প্রস্থানের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায়, ট্রেন থেকে রাশিয়ার প্রতিনিধিদের দিকে হাত নাড়িয়ে বিদায় নিচ্ছেন কিম। এ সময় সেখানে রাশিয়ার প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলেকজান্ডার কোজলভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল। সংবাদ সংস্থাটি জানিয়েছে, কিমকে বিদায় জানাতে আর্টিয়ম-প্রিমর্সকি-১ স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার এক প্রতিবেদনে তাস জানিয়েছে, উপহার হিসেবে কিমকে পাঁচটি বিস্ফোরক ড্রোন, একটি রিকনেসান্স ড্রোন ও একটি বুলেটপ্রুফ ভেস্ট দেন প্রিমোরিয়ে অঞ্চলের আঞ্চলিক গভর্নর। পাঁচটি বিস্ফোরক ড্রোনই ইরানের কামিকাজে মডেলের। আর বুলেটপ্রুফ ভেস্টটি থার্মাল ক্যামেরাকে ফাঁকি দিতে পারে।
এএফপি জানিয়েছে, শনিবার বন্দর শহর ভ্লাদিভোস্তকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কিম। শহরটিতে থাকা রাশিয়ার পারমাণবিক হামলা চালাতে সক্ষম বোমারু বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেন তিনি।
সফরের আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এ সফরে সম্ভবত মস্কো উত্তর কোরিয়ার কাছ থেকে আর্টিলারি শেল ও অ্যান্টিট্যাংক ক্ষেপণাস্ত্র চাইবে। অন্যদিকে উন্নত স্যাটেলাইট ও পারমাণবিক চালিত সাবমেরিন প্রযুক্তি চাইবে পিয়ংইয়ং। তবে এ সফরে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কিমের সফরকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব, সংহতি ও সহযোগিতার নতুন এক দিগন্তের সূচনা বলে আখ্যা দিয়েছে।
সাঁজোয়া ট্রেনে করে রাশিয়া ছাড়লেন কিম
অনলাইন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৮:৫২ | অনলাইন সংস্করণ
ছয় দিনের দীর্ঘ সফর শেষে রাশিয়া ছেড়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার সাঁজোয়া ট্রেনে করে মস্কো ছাড়েন তিনি।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশের বাইরে প্রথমবারের মতো সফরে যান কিম। পুরোনো মিত্র রাশিয়ায় সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। সফরে কোনো ধরনের অস্ত্র চুক্তি হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে নিষোধাজ্ঞা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল পশ্চিমারা।
রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তি কিমের প্রস্থানের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায়, ট্রেন থেকে রাশিয়ার প্রতিনিধিদের দিকে হাত নাড়িয়ে বিদায় নিচ্ছেন কিম। এ সময় সেখানে রাশিয়ার প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলেকজান্ডার কোজলভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল। সংবাদ সংস্থাটি জানিয়েছে, কিমকে বিদায় জানাতে আর্টিয়ম-প্রিমর্সকি-১ স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার এক প্রতিবেদনে তাস জানিয়েছে, উপহার হিসেবে কিমকে পাঁচটি বিস্ফোরক ড্রোন, একটি রিকনেসান্স ড্রোন ও একটি বুলেটপ্রুফ ভেস্ট দেন প্রিমোরিয়ে অঞ্চলের আঞ্চলিক গভর্নর। পাঁচটি বিস্ফোরক ড্রোনই ইরানের কামিকাজে মডেলের। আর বুলেটপ্রুফ ভেস্টটি থার্মাল ক্যামেরাকে ফাঁকি দিতে পারে।
এএফপি জানিয়েছে, শনিবার বন্দর শহর ভ্লাদিভোস্তকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কিম। শহরটিতে থাকা রাশিয়ার পারমাণবিক হামলা চালাতে সক্ষম বোমারু বিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেন তিনি।
সফরের আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এ সফরে সম্ভবত মস্কো উত্তর কোরিয়ার কাছ থেকে আর্টিলারি শেল ও অ্যান্টিট্যাংক ক্ষেপণাস্ত্র চাইবে। অন্যদিকে উন্নত স্যাটেলাইট ও পারমাণবিক চালিত সাবমেরিন প্রযুক্তি চাইবে পিয়ংইয়ং। তবে এ সফরে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কিমের সফরকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব, সংহতি ও সহযোগিতার নতুন এক দিগন্তের সূচনা বলে আখ্যা দিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023