ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাজ্যে লাখো মানুষের ঢল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৩:২৮ পিএম
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাজ্যে লাখো মানুষের ঢল। ছবি: বিবিসি
|
ফলো করুন |
|
|---|---|
টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন চার হাজারেরও বেশি ফিলিস্তিনি।
ইসরাইলি এই আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে রাজধানী লন্ডনসহ যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভ হয়েছে। লন্ডনের পাশাপাশি বার্মিংহাম, কার্ডিফ, বেলফাস্ট ও সালফোর্ডেও পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: হামাস সেলে ইসরাইলের বিমান হামলা, গাজায় নতুন সতর্কতা
শুধু লন্ডনের বিক্ষোভেই অংশ নেন এক লাখের বেশি মানুষ। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০নং ডাউনিং স্ট্রিটের কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয়। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লন্ডনে শনিবার আয়োজিত বিক্ষোভে এক হাজারেরও বেশি কর্মকর্তা মোতায়েন ছিল। পরে আতশবাজি ব্যবহার, জন শৃঙ্খলায় বিঘ্ন ঘটানো এবং জরুরি পরিষেবা কর্মীকে লাঞ্ছনার সঙ্গে জড়িত অপরাধের জন্য লন্ডনের বিক্ষোভ থেকে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
এদিকে কার্ডিফে এক হাজারের বেশি বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ও সমর্থনমূলক নানা প্ল্যাকার্ড নিয়ে ওয়েলস পার্লামেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে।
বিবিসি বলছে, বেশ কয়েকটি গ্রুপের আয়োজিত এই বিক্ষোভ থেকে ব্রিটিশ ও ওয়েলস সরকারকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালানো এবং পূর্ণ মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে ৭ অক্টোবর ইসরাইলের অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের এ হামলায় এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৫০০ জনের বেশি।
