সাবেক অভিনেত্রীর ওপর বন্দুক হামলা, অভিযোগের তীর স্বামীর দিকে 

 অনলাইন ডেস্ক 
২৬ মে ২০২৪, ০৭:১৬ পিএম  |  অনলাইন সংস্করণ
পাকিস্তানের সাবেক অভিনেত্রী ও মডেল জয়নব জামিল
পাকিস্তানের সাবেক অভিনেত্রী ও মডেল জয়নব জামিল। ছবি-ইনস্টাগ্রাম

দুর্বৃত্তদের বন্দুক হামলায় পাকিস্তানের সাবেক অভিনেত্রী ও মডেল জয়নব জামিল গুরুতর আহত হয়েছেন। 

বুধবার লাহোরে মুখোশধারীরা জয়নবের গাড়িতে হামলা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার এ ঘটনায় তার স্বামী জড়িত বলে দাবি করেছেন সাবেক এই মডেল। 

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিয়ে বিরোধের জের ধরে তার স্বামী জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

জয়নব জানান, তাকে হাসপাতালে ভর্তি করার সময়ও হুমকি বন্ধ হয়নি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বলেন, আমাকে পুলিশের নিরাপত্তা দেওয়া উচিত। 

গত দুই মাস ধরে হুমকি পাওয়ার কথা বর্ণনা করে পাকিস্তানের সাবেক এই অভিনেত্রী বলেন, গুলি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। 

লাহোরে জয়নবের সেলুনের ব্যবসা রয়েছে। বুধবার সেলুনে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় হামলাকারী তার গাড়িতে ছয়টি গুলি করে। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা তাদের মোটরসাইকেল এবং হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে তার ওপর হামলা হয়েছে। তবে জয়নব জোর দিয়ে বলেছেন, তার স্বামী চাইতেন না তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। অ্যাকাউন্ট বন্ধ করতে অস্বীকার করার কারণে এ হামলার পরিকল্পনা করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন