যুগান্তর ডেস্ক ১৬ আগস্ট ২০১৮, ১৫:০৬ | অনলাইন সংস্করণ
বিয়ের পর থেকেই বিভিন্নভাবে কটাক্ষের শিকার হয়ে চলেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।
এবার ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে টুইটারে আবার এমন বিব্রতমূলক বার্তা পেলেন তিনি। ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে টুইটারে সানিয়া মির্জাকে জিজ্ঞেস করা হয় তার স্বাধীনতা দিবস কোনটি? ১৪ নাকি ১৫ আগস্ট!
উত্তরে সানিয়া এবার আর চুপ না থেকে জবাব দেন- ‘মোটেই না... আমার আর আমার দেশের স্বাধীনতা দিবস বুধবার, ১৫ আগস্ট। আর আমার স্বামী এবং তার দেশের ১৪ আগস্ট! আশা করি, এবার আপনার সংশয় দূর হয়েছে!
শুধু উত্তর দিয়েই ক্ষান্ত হননি তিনি, পাল্টা প্রশ্ন ছুড়েছেন ভারতীয় টেনিস সেনসেশন- আপনার স্বাধীনতা দিবস কবে জানতে চাইছি? কারণ মনে হচ্ছে সেটি নিয়ে আপনার যথেষ্টই সংশয় রয়েছে।’
প্রসঙ্গত, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে টুইটারে ‘ট্রোলড’ হচ্ছেন সানিয়া।
গত ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে সানিয়া মির্জা টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন, ‘আমার পাকিস্তানি বন্ধুবান্ধব ও ভক্তদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনাদের ভারতীয় ভাবীর তরফ থেকে সবাইকে ভালোবাসা।’
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯