Logo
Logo
×

আন্তর্জাতিক

স্কুল মিনিবাস দুর্ঘটনায় নিহত ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১১:০১ পিএম

স্কুল মিনিবাস দুর্ঘটনায় নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্কুল মিনিবাসের সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। এতে মিনিবাস উলটে গাড়ির চালকসহ ১২ শিশুর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আরও ৭ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জোহানেসবার্গের গৌতেং প্রাদেশিক সরকার। 

টেলিভিশনে দেখা যায়, শহরের পশ্চিমে ৭০ কিলোমিটারেরও বেশি দূরে মেরাফং-এ ভোরবেলা দুর্ঘটনায় মিনিবাসটি আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 

গৌতেং শিক্ষামন্ত্রী মাতোমে চিলোয়ানে বিবৃতিতে বলেছেন, ‘আমি এই মর্মান্তিক ঘটনার জন্য গভীরভাবে শোকাহত। আমাদের শিশুদের হারানো আমাদের সম্প্রদায়ের জন্য একটি বিধ্বংসী আঘাত।  নিহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা ও সমবেদনা জানাচ্ছি।’ সূত্র: এএফপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম