যুগান্তর ডেস্ক ২৯ আগস্ট ২০১৮, ১০:৪৭ | অনলাইন সংস্করণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নেদারল্যান্ডসের ইসলামবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা হবে।
মুসলিম বিশ্ব সামগ্রিকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় নেদারল্যান্ডস বারবার ইসলামবিরোধী কার্টুনসংক্রান্ত ঘটনা ঘটছে বলেও জানান তিনি। খবর ডনের।
পাকিস্তান সিনেটে দেয়া প্রথম ভাষণে এসব কথা বলেন ইমরান খান। তিনি বলেন, ইসলামী সহযোগিতা সংস্থা- ওআইসির অনেক আগেই এ বিষয় পদক্ষেপ নেয়া এবং এ বিষয়ে বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করা উচিত ছিল।কুরুচিপূর্ণ এমন তৎপরতার মাধ্যমে বিশ্বের মুসলমানদের আবেগকে আঘাত করা হচ্ছে, কিন্তু ওআইসি এখনও এ তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান তিনি।
এর আগে নেদারল্যান্ডসের এ তৎপরতার বিরুদ্ধে পাক সিনেটে সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯