Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরাইলের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম

হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হিজবুল্লাহ নেতা ইদ হাসান নাশার। ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

এক্স-এ আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এক হামলায় ইদ হাসান নাশার নিহত হয়েছেন এবং তাকে হিজবুল্লাহর ‘মাঝারি পাল্লার রকেট ইউনিটের প্রধান’ হিসেবে অভিহিত করা হয়েছে। 

শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরাইল। ওই হামলায় মোট ২০ হিজবুল্লাহ নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

বিবৃতিতে নাশারকে ‘রকেট বিষয়ক জ্ঞানের উৎস’ হিসেবে বর্ণনা করে বলা হয়, এর আগে তিনি হিজবুল্লাহর ’বদর ইউনিটের উপপ্রধান’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুর বিষয়টি হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে লেবাননের ৯৬০ জনেরও বেশি মানুষকে হত্যা ও ২ হাজার ৭৭০ জনেরও বেশি আহতের ঘটনা ঘটিয়েছে।

গত বছরে ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে টার্গেট করে গাজায় অভিযান শুরু করে ইসরাইল। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবার লেবাননকে আরেকটি গাজায় পরিণত করতে চায় ইসরাইল।

লেবানন হিজবুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম