ইসরাইলে হামলার পর মুহূর্তেই গর্জে উঠলেন খামেনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২:০৫ এএম
দখলদার ইসরাইলজুড়ে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। তেহরান ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলআবিবে নিক্ষেপ করেছে।
হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্রের ভাণ্ডারের একটি ছবি টুইট করে সতর্ক করেছেন যে, তেহরানের বিজয় কাছাকাছি।
‘বিজয় আল্লাহর কাছ থেকে আসে এবং এটি নিকটবর্তী’ লেখেন খামেনি।
আরেকটি টুইটবার্তায় হুমকি দিয়ে তিনি লেখেন, ইসরাইলের ওপর আরও শক্তিশালী ও বেদনাদায়ক হামলা করা হবে।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা তেলআবিবের কাছে তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খুঁজে দিগ্বিদিক ছুটছেন দেশটির নাগরিকরা।
এর মধ্যে বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। হামলা এখনো চলছে।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে মাত্র দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, তারা তেলআবিবে শার্পনেলের আঘাতে সামান্য আহত হওয়া মাত্র দুজনকে চিকিৎসা দিয়েছে।
এমডিএ আরও বলেছে, নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় পড়ে যাওয়া এবং তীব্র উদ্বেগের কারণে আরও কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।