ইসরাইল জবাব দিলে আরও হামলা হবে, হুঁশিয়ারি ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৩:০০ এএম
দখলদার ইসরাইলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হোয়াইট হাউসের সতর্কতা জারির কয়েক ঘণ্টার মধ্যে তেলআবিব ও জেরুজালেমে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তবে ইরানকে এ হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ বলে হুমকি দিয়েছে ইসরাইল। পালটা হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, ইসরাইল যদি এ হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, দখলদার ইসরাইল যদি মিসাইল হামলার জবাবে ইরানে কোনো হামলা চালায় তাহলে আরও মিসাইল ছোড়া হবে। যদি ইহুদিবাদী সরকার (ইসরাইল) ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে।
অপরদিকে, হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্রের ভাণ্ডারের একটি ছবি টুইট করে সতর্ক করেছেন যে, তেহরানের বিজয় কাছাকাছি।
‘বিজয় আল্লাহর কাছ থেকে আসে এবং এটি নিকটবর্তী’ লেখেন খামেনি।
আরেকটি টুইটবার্তায় হুমকি দিয়ে তিনি লেখেন, ইসরাইলের ওপর আরও শক্তিশালী ও বেদনাদায়ক হামলা করা হবে।
সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড।