Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রতিশোধ নিলে ইসরাইলজুড়ে সব স্থাপনায় হামলার হুমকি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পিএম

প্রতিশোধ নিলে ইসরাইলজুড়ে সব স্থাপনায় হামলার হুমকি ইরানের

ছবি : সংগৃহীত

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরাইলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায়, তাহলে ইসরাইলজুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে।

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় জেনারেল বাঘেরি ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেন, আরও তীব্রতার সঙ্গে এটির (হামলা) পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে (ইসরাইলের) লক্ষ্যবস্তু বানানো হবে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনের খবর, গতকাল মঙ্গলবার রাতে ইসরাইলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরাইল সরকার।

হামলার পরপর ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।

বেনিয়ামিন নেতানিয়াহুর এমন কড়া হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিলেন দেশটির চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ইরানের নাগরিক ও স্বার্থরক্ষার থেকে এটি একটি অবধারিত প্রতিক্রিয়া ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম