Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের হামলায় নিহত ৬ ইসরাইলির নাম প্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম

হামাসের হামলায় নিহত ৬ ইসরাইলির নাম প্রকাশ

ইসরাইলের রাজধানী তেলআবিবের জাফায় বন্দুকধারীর গুলিতে নিহত হওয়া ৭ জনের মধ্যে ৬ জনের নাম প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। এ ঘটনায় আহত হন আরও ১৬ জন। 

এদিকে মঙ্গলবার রাতের এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে হামাস। 

বুধবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, এ হামলাটি তাদের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দুই সদস্য মোহাম্মদ মেসেক এবং আহমেদ হিমৌনির নেতৃত্বে বাসতবায়ন করা হয়। যারা হেবরন থেকে জাফায় গিয়ে এ হামলা চালান।

নিহত ৬ জন হলেন- রেভিতাল ব্রনস্টেইন (২৪), ইলিয়া নোজাদজে (৪২), শাহার গোল্ডম্যান (৩০), ইনবার সেগেভ ভিগডার (৩৩), নাদিয়া সোকোলেনকো (৪০) এবং জোনাস ক্রোসিস (২৬)।

এর আগে, ইসরাইলের জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, জাফায় একটি রেলস্টেশনের কাছে এ হামলা চালানো হয়েছে।

ইসরাইলি পুলিশ জানায়, দুই হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। তবে তারা আশঙ্কা করছে আরও একজন সন্ত্রাসী ওই এলাকায় রয়েছে।

এদিকে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন সেলা ইউনিটের প্রধান হানান পেরেটজ। তিনি বলেন, ‘তারা বন্দুকধারীকে শনাক্ত করেছে এবং তাকে লক্ষ্য করে গুলি করেছে। মনে হচ্ছে গুলি চালানোর সময় সন্ত্রাসীদের অস্ত্রে ত্রুটি ছিল।’

অন্যদিকে তেলআবিব জেলা কমান্ডার হাইম সারগ্রোফ বলেন, ‘এটি ছিল একটি কঠিন ঘটনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আমরা একটি রিপোর্ট পেয়েছি যে, দুটি সন্ত্রাসী লাইট রেলে উঠেছিল এবং গুলি চালায়। তারা চারজনকে আহত করে, তারপর ট্রেন থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় লাইট রেলের নিরাপত্তারক্ষী, দুজন অফিসারসহ বেসামরিক লোকদের ওপর গুলি চালাতে থাকে। পরে মিউনিসিপ্যাল সেলা ইউনিট এবং পুলিশ অফিসাররা বন্দুকধারীদের ওপর গুলি চালিয়ে তাদের নিরস্ত্র করেছে এবং আমরা আরও তল্লাশি চালাচ্ছি।’ সূত্র: টাইমস অব ইসরাইল

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম