যুগান্তর ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬ | অনলাইন সংস্করণ
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নেতাকর্মীদের ভিড়ের মধ্যেই কট্টর ডানপন্থী দল সোশ্যাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারোকে ছুরিকাঘাত করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাসে ৬৩ বছর বয়সী এ প্রার্থী হামলার শিকার হন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।
অতর্কিতে ন্যক্কারজনক এ হামলার পর পরই এক টু্ইটবার্তায় তার ছেলে ফ্লাবিয়ো বলেন, ‘আমাদের ভাবনার চেয়েও আঘাতটা গুরুতর। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি প্রায় মরতেই বসেছিলেন। দয়া করে প্রার্থনা করুন।’
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বোলসোনারোর তলপেটে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এডেলিয়ো অবিসপো ডি অলিভেইরাকে আটক করা হয়েছে। তাকে নিরাপদ স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, যদিও বর্ণবাদ ও সমকামিতা নিয়ে বিরূপ মন্তব্যকারী এ রাজনীতিবিদের ওপর দেশটির অনেকেই বিরক্ত, তার পরও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯