Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শুল্কের সঙ্গে ব্যথানাশক ফেন্টানিলের কী সম্পর্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের শুল্কের সঙ্গে ব্যথানাশক ফেন্টানিলের কী সম্পর্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু অর্থনৈতিক কারণেই নয়, বরং ‘ফেন্টানিলের আঘাতের বিরুদ্ধে লড়াই’ করতেও তিনি শুল্ক প্রয়োগ করছেন।

ফেন্টানিল একটি বৈধ ব্যথানাশক। তবে এটি অবৈধভাবেও উৎপাদন হয় এবং অপরাধী গ্যাংগুলো বিক্রি করে। এটা হেরোইনের চেয়েও শক্তিশালী। ২০২২ সালে প্রায় ৭০ হাজার আমেরিকান মারা গেছে অতিরিক্ত ফেন্টানিল সেবনের কারণে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ফেন্টানিলে যে কেমিক্যাল ব্যবহার করা হয়ে সেটি আসে চীন থেকে।

হোয়াইট হাউজের ভাষ্য, চীনা কর্মকর্তারা এটি বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। 

তবে চীন বলেছে, অবৈধ মাদক বাণিজ্যের বিষয়টি তাদের জানা নেই।

চীন থেকে মেক্সিকান মাদক ব্যবসায়ী গোষ্ঠী বা গ্যাংগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবেশ করে বলে অভিযোগ মার্কিন কর্তৃপক্ষের। এমনকি এগুলোর সাথে মেক্সিকো সরকারেরও যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তাদের।

তবে মেক্সিকোর প্রেসিডেন্ট এ অভিযোগকে ‘কুৎসা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এছাড়া মেক্সিকান কার্টেলগুলো ফেন্টানিলের যে ল্যাবরেটরি ব্যবহার করে, সেগুলো কানাডায় অবস্থিত বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। কানাডার প্রধানমন্ত্রী অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রে যত ফেন্টানিল যায় তার ১ শতাংশেরও কম যায় কানাডা থেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম