Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন শান্তির জন্য কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’: জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৪:৪৫ পিএম

ইউক্রেন শান্তির জন্য কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’: জেলেনস্কি

ইউক্রেন শান্তির পথে অংশীদারদের সঙ্গে কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বুধবার সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। খবর বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে দেওয়ার নিজের সর্বশেষ এই পোস্টে জেলেনস্কি যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন এবং উল্লেখ করেছেন, ইউক্রেন তার অংশীদারদের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব’ কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’।

ইউক্রেনীয় নেতা বলেন, ‘মূল বিষয়টি হলো— আমাদের অংশীদাররা নিশ্চিত করতে পারবেন কি-না যে, রাশিয়া প্রতারণা না করে সত্যিকার অর্থে যুদ্ধের অবসান ঘটাবে। কারণ এই মুহূর্তেও রুশ হামলা থামেনি’।

জেলেনস্কির দাবি, প্রতিরাতে ইউক্রেনে ‘প্রায় একশ’ শাহেদ ড্রোন হামলা চালানো হয় এবং সেগুলো ধ্বংসও করা হয়। তবে কিছু হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি যুদ্ধবিরতির প্রসঙ্গে বলেন, ‘আমাদের শান্তির দিকে এগোতে হবে। নিরাপত্তার গ্যারান্টির দিকে যেতে হবে এবং আমাদের বন্দিদের মুক্ত করতে হবে’।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম