Logo
Logo
×

আন্তর্জাতিক

নিলামে উঠছে বিরল ভারতীয় নীল হীরা, কত দামে বিক্রি হতে পারে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পিএম

নিলামে উঠছে বিরল ভারতীয় নীল হীরা, কত দামে বিক্রি হতে পারে?

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভোয় নিলামে উঠবে ভারতের রাজকীয় নীল হীরা ‘গোলকোন্ডা ব্লু।’  আগামী ১৪ মে জেনেভায় ক্রিস্টির 'ম্যাগনিফিকেন্ট জুয়েলস'- এ নিলামে উঠবে বিরল এই হীরাটি।  হীরাটি এক সময়  ইন্দোর এবং বরোদার মহারাজাদের মালিকানাধীন ছিল। 

নীল হীরাটি ২৩.২৪ ক্যারেট ওজনের এবং প্যারিসের বিখ্যাত জুয়েলার জেএআর- এর ডিজাইন করা একটি আধুনিক আংটিতে বাসানো হয়েছে।  ক্রিস্টি'স অনুসারে, হীরাটি ৩৫ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৩০০ কোটি ভারতীয় রুপি থেকে ৪৩০ কোটি রুপি) এর মধ্যে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

ক্রিস্টির আন্তর্জাতিক জুয়েলারি প্রধান রাহুল কাদাকিয়া বলেন, ‘‘রাজকীয় ঐতিহ্য, অসাধারণ রঙ এবং ব্যতিক্রমী আকারের কারণে, ‘'দ্য গোলকোন্ডা ব্লু ‘’  সত্যিই বিশ্বের বিরল নীল হীরাগুলির মধ্যে একটি। 

এই ক্যালিবারের ব্যতিক্রমী রত্নগুলো জীবদ্দশায় একবারই বাজারে আসে। ’

২৫৯ বছরের ইতিহাসে, ক্রিস্টি'স বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলকোন্ডা হীরাগুলির মধ্যে বেশ কিছু হীরা বাজারে এনেছে। যার মধ্যে রয়েছে আর্চডিউক জোসেফ, প্রিন্সি এবং উইটেলসবাখ।

তথ্যসূত্র: সামাটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম