Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনা পোশাক পরে প্রকাশ্যে চীনেরই সমালোচনা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম

চীনা পোশাক পরে প্রকাশ্যে চীনেরই সমালোচনা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ এখন শুধু কূটনৈতিক পাড়ায় সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমকেও। উভয় দেশের সমর্থকরা অনলাইনে নিজ মতামত শেয়ার করছেন অনবরত। এই পরিস্থিতিতে বিতর্কের বড় এক ধাক্কা খেলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও। 

চীনা সমর্থকরা দাবি করছেন, চীনে তৈরি পোশাক পরে চীনেরই নিন্দা করেছেন তিনি। 

এদিকে এমনই অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ক্যারোলিন লেভিটের একটি ছবি শেয়ার করেছেন একজন চীনা কূটনীতিক।

ঠিক কী ঘটেছিল

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে,   ঝাং ঝিশেং নামের এ চীনা কূটনীতিক এদিন লেভিটের সমালোচনা করেন। এর থেকেই শুরু হয় বিতর্ক। তিনি উল্লেখ করেছেন, যদিও ট্রাম্প প্রশাসন চীন সম্পর্কে কঠোর কথা বলেন, তার প্রধান সদস্যদের একজন আবার চীনা লেইস দিয়ে তৈরি পোশাকই পরছেন। যুক্তরাষ্ট্রের কথা এবং কাজ, দুয়ের মধ্যে যে সংযোগের বড্ড অভাব, তা সেক্রেটারির পোশাকেই প্রমাণ দেয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি ওই কূটনীতিক।

ঝাং ঝিশেং হলেন ইন্দোনেশিয়ার ডেনপাসারে চীনের কনসাল জেনারেল। এক্স প্ল্যাটফর্মে তার পোস্টে, তিনি ক্যারোলিন লেভিটের পোশাকের একটি ছবিও শেয়ার করেছেন। নিজের দাবির প্রমাণ দেওয়ার জন্য চীনা সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবো থেকে স্ক্রিনশটও শেয়ার করেছেন। 

ক্যাপশনে লিখেছেন, চীনের ওপর দোষারোপ করা ব্যবসা। চীনে কেনাকাটা করাই জীবন। পোশাকের ওপর সুন্দর লেইসটি একটি চীনা কোম্পানির একজন কর্মচারী তাদের পণ্য হিসেবে স্বীকৃতিও দিয়েছেন। পোস্টটি দেখে আবার একজন ওয়েইবো ব্যবহারকারী দাবি করেছেন যে লিভিটের পোশাকের লেইসটি চীনের মাবুতে একটি কারখানার তৈরি।

যদিও সবাই লেভিটের বিপক্ষে যাননি। অনেকেই তার পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, যে চীনা ওয়েবসাইটের পোশাকটি নকলও হতে পারে। সম্ভবত তারা কোনো বিলাসবহুল ব্র্যান্ডের জ্যাকেট নকল করেছে। তার পক্ষ নিয়ে আরেকজন বলেন, এটা ভুয়া খবর। তিনি ফ্রান্সের ওরিজিনাল পোশাক পরে আছেন, যেখানে বিজ্ঞাপনে চাইনিজ কপি দেখানো হয়েছে। এটা সত্যিই মজার, কিন্তু টুইটের স্পিনটি ভুল।

কেউ কেউ আবার লেভিটকে চীনের তৈরি পোশাক পরে প্রকাশ্যে চীনের সমালোচনা করার জন্য ভণ্ডামি বলে অভিযুক্ত করেছেন। তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘শুল্কের কারণে তার ওপর চাপ পড়েছে, কিন্তু তার পোশাক বলছে যে তিনি এর জন্য প্রস্তুত। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম