Logo
Logo
×

আন্তর্জাতিক

আইপিএলে জাতীয় সঙ্গীত গেয়ে বার্তা দিল বিসিসিআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৫৮ এএম

আইপিএলে জাতীয় সঙ্গীত গেয়ে বার্তা দিল বিসিসিআই

কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ৫৭তম ম্যাচে কেকেআর বনাম সিএসকে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়/সংগৃহীত

মঙ্গলবার রাতে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়েছে ভারত। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই হামলার পর সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিসিসিআই। কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ৫৭তম ম্যাচে কেকেআর বনাম সিএসকে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

স্টেডিয়ামের বড় স্ক্রিনে ভেসে ওঠে বার্তা – ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য আমরা গর্বিত’। পরে ম্যাচ চলাকালেও বার্তাটি আবারও দেখা যায়।

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি স্থাপনায় হামলা চালায়। অপারেশন সিঁদুর নাম দেওয়া হয় এই অভিযানের। এর পরই ইডেনে এই শ্রদ্ধা নিবেদন দেখা গেল।

কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ৫৭তম ম্যাচে কেকেআর বনাম সিএসকে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

এর আগেও বিসিসিআই শ্রদ্ধা জানিয়েছিল পহেলগাওঁ হামলার শিকারদের। ২৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচে সেই ঘটনা স্মরণ করা হয়েছিল রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

তবে ভারতের হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলায় পুঞ্চ ও এলওসি সংলগ্ন এলাকায় ভারী গোলাবর্ষণ করেছে। বাড়লেও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, আইপিএলের ১৮তম আসর চলবে পুরোদমে।

তবে কিছু পরিবর্তন এসেছে সূচিতে। এই পরিস্থিতির কারণে মুম্বাই ইন্ডিয়ানস ১১ মে সীমান্তবর্তী অঞ্চল ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে না। বদলে তারা পাঞ্জাবের মুখোমুখি হবে ওয়াংখেড়েতে, নিজেদের ঘরের মাঠে। বাকি ম্যাচ নির্ধারিত সূচিতেই খেলবে বলে জানানো হয়েছে।

ভারত পাকিস্তান যুদ্ধ ভারত ক্রিকেট আইপিএল

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম