Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত ও পাকিস্তানে মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:৪৬ এএম

ভারত ও পাকিস্তানে মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন ট্রাম্প

নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরিফ (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের নেতাদের সঙ্গে তিনি ‘প্রতিনিয়ত যোগাযোগ’ রাখছেন। 

স্থানীয় সময় শুক্রবার (৯ মে) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।  খবর আনাদোলু এজেন্সির। 

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, ‘এটি এমন একটি বিষয় যার সাথে পররাষ্ট্রমন্ত্রী ও আমাদের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও জড়িত।  প্রেসিডেন্ট বলেছেন, তিন যত দ্রুত সম্ভব এই উত্তেজনা হ্রাস দেখতে চান। ‘

লিভিট বলেন, ‘তিনি (ট্রাম্প) বুঝতে পারেন যে, এই দুই দেশ কয়েক দশক ধরে একে অপরের সঙ্গে বিরোধপূর্ণ ছিল, তিনি ওভাল অফিসে আসার অনেক আগে থেকেই। তবে, উভয় দেশের নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আমি গতকালই কথা বলেছি, তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে এই সংঘাতের অবসান ঘটানোর চেষ্টায় নিয়মিত যোগাযোগ রাখছেন। ‘

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। 

ওই সময় পাকিস্তান ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ এও বলেছে, এক্ষেত্রে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত অতিক্রম করেনি তাদের বাহিনী।  

পরবর্তীতে নয়াদিল্লি হামলা অব্যাহত রাখলে ভারতেও হামলা চালায় পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে। 

পাকিস্তানি কর্মকর্তাদের মতে, এই অভিযানে ফাতেহ-১ মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ একাধিক অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

ভারত পাকিস্তান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম