Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি বাহিনী অপহরণের আগে ভিডিও বার্তায় যা বলেন গ্রেটা থুনবার্গ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:০৬ পিএম

ইসরাইলি বাহিনী অপহরণের আগে ভিডিও বার্তায় যা বলেন গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাওয়া ব্রিটিশ পতাকাবাহী জাহাজ ম্যাডলেনের নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ত্রাণবাহী ওই জাহাজটিতে ছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ সমাজকর্মী। জাহাজটি পরিচালনা করছিল ফিলিস্তিনপন্থি সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। জাহাজটি বর্তমানে ইসরাইলের একটি বন্দরের দিকে নেওয়া হচ্ছে।

এফএফসি সাহায্যের সংকেত দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) থুনবার্গের একটি ভিডিও পোস্ট করেছে। ওই পোস্টে লেখা হয়, ‘ম্যাডলেনে থাকাদের অপহরণ করেছে ইসরাইলি বাহিনী।’

আগে রেকর্ড করা ওই ভিডিও থুনবার্গ বলেন, ‘আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এ ভিডিওটি দেখেন, তাহলে জেনে নিন যে আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি দখলদার বাহিনী বা যারা ইসরাইলকে সমর্থন করে তারা আটক করেছে। আমি আমার বন্ধুবান্ধব, পরিবার এবং সহযোদ্ধাদের অনুরোধ করছি যেন আমাদের দ্রুত মুক্তির জন্য  সুইডিশ সরকারকে চাপ দেওয়া হয়।’

গাজার উদ্দেশে আসা সহায়তা বহনকারী জাহাজটি ইতালির কাটানিয়া বন্দর থেকে ১ জুন যাত্রা শুরু করে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ আগেই জানিয়েছিলেন, ‘আমি ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি যেন ম্যাডলিন জাহাজ গাজার দিকে না যেতে পারে।’

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ম্যাডলিন নিয়ন্ত্রণের কথা স্বীকার করেছে। এক্সে এক পোস্টে মন্ত্রণালয় লেখে, ‘ইয়টে থাকাদের নিরাপদে ইসরাইলের উপকূলে আনা হচ্ছে। ইয়টের যাত্রীদের তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে।’

পরে আরেক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাহাজের সব যাত্রী নিরাপদে রয়েছে। তারা অস্ত্র ছাড়া রয়েছে। তাদের স্যান্ডউইচ ও পানি সরবরাহ করা হয়েছে। দ্য শো ইজ ওভার।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম