Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় হামাস কমান্ডার সিনওয়ারের লাশ উদ্ধার, দাবি আইডিএফের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:৫৪ এএম

গাজায় হামাস কমান্ডার সিনওয়ারের লাশ উদ্ধার, দাবি আইডিএফের

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের লাশের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের সামরিক নেতা মোহাম্মাদ সিনওয়ারের লাশ খান ইউনিস শহরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গে পাওয়া গেছে।

স্থানীয় সময় রোববার (৮ জুন) এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে—যদিও হামাস এখনো তার মৃত্যু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। খবর আলজাজিরার।

গত ১৩ মে একটি বিমান হামলায় সিনওয়ার নিহত হন বলে দাবি আইডিএফের। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মতে, সেই হামলায় ২৮ জন নিহত হয়।

সিনওয়ারের লাশের পাশেই হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ সাবানেহরের লাশ পাওয়া যায়। সুড়ঙ্গে সিনওয়ার ও সাবানেহর ব্যক্তিগত জিনিসপত্র এবং গোয়েন্দা উপকরণ উদ্ধার করা হয়েছে বলে আইডিএফ জানায়।

আইডিএফ সাংবাদিকদের নিয়ে গাজায় প্রবেশ করে ইউরোপিয়ান হাসপাতালের সামনে খননকৃত একটি সরু সুড়ঙ্গের প্রবেশপথ দেখায়। ভিডিওতে দেখা যায়, দীর্ঘ, অন্ধকার সুড়ঙ্গের শেষে কয়েকটি কক্ষ। কিছু কক্ষে পোশাকের স্তূপ, প্লাস্টিকের চেয়ার এবং দেওয়ালে হেলান দেওয়া একটি রাইফেল। এছাড়াও একটি লাশটিকে দড়ি দিয়ে টেনে বের করা হচ্ছে (যার পরিচয় নিশ্চিত হয়নি)।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, ‘এটি হামাসের আরেকটি কৌশল—সিভিলিয়ানদের ‘হিউম্যান শিল্ড’ এবং হাসপাতালের মতো স্থাপনা ব্যবহার করা।’ 

ইসরাইল দীর্ঘদিন ধরে হামাসের বিরুদ্ধে হাসপাতাল, স্কুল ও বেসামরিক স্থাপনায় অস্ত্র ও কমান্ড সেন্টার গড়ে তোলার অভিযোগ করে আসছে, যা হামাস অস্বীকার করে।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের হাসপাতাল অবরোধ ও হামলায় স্বাস্থ্যব্যবস্থা প্রায় ধ্বংসস্তূপে। গত এপ্রিলে আল-আহলি হাসপাতালে হামলার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, হাসপাতাল, চিকিৎসক ও রোগীদের সুরক্ষার সব ব্যবস্থা ধ্বংস হয়েছে। তবে গাজার স্বাস্থ্যকর্মীরা বারবার হামাসের হাসপাতাল ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছেন।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম