Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০১:০০ পিএম

ভারতের উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

সিঙ্গাপুর পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের কেরালা উপকূলের কাছে সিঙ্গাপুর পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সোমবার জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

সোমবার (৯ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমভি ওয়ান হাই ৫০৩’ নামের জাহাজটিতে থাকা ২২ জন ক্রুর মধ্যে ১৮ জনকে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানান কমান্ড্যান্ট অমিত উনিয়াল।

উদ্ধারকৃতদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। নিখোঁজ চারজনের মধ্যে দুইজন তাইওয়ানের, একজন ইন্দোনেশিয়ার এবং একজন মিয়ানমারের নাগরিক বলে জানানো হয়েছে।

নিখোঁজদের সন্ধানে ডোর্নিয়ার বিমানসহ একাধিক উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। সমুদ্রে নজরদারি ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হয় এই বিশেষ বিমান। কেরালার বেপুর উপকূল থেকে প্রায় ৮৮ নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে আগুন নেভানোর কাজও শুরু হয়েছে।

কমান্ড্যান্ট উনিয়াল বলেন, জাহাজটি বর্তমানে ভেসে বেড়াচ্ছে। অগ্নিনির্বাপণ ও পরিবেশগত ঝুঁকি প্রশমনের পাশাপাশি দুর্গত নাবিকদের জীবনরক্ষা এখন উপকূলরক্ষীর প্রধান অগ্রাধিকার।

জাহাজটিতে কী ধরণের মালপত্র ছিল এবং তা থেকে পরিবেশের জন্য কোনো ঝুঁকি রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

৮৯০ ফুট দীর্ঘ এই কনটেইনারবাহী জাহাজটি ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো বন্দর থেকে ছেড়ে ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল এবং সোমবার সেখানে পৌঁছানোর কথা ছিল।

সোমবার সকালে উপকূলরক্ষী বাহিনী একটি বিপদসংকেত পায়, যেখানে বলা হয়, জাহাজের এক কনটেইনারে বিস্ফোরণ ঘটে এবং পরে আগুন অন্যান্য কনটেইনারেও ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

সিঙ্গাপুরভিত্তিক ওয়ান হাই লাইনস এই জাহাজটি পরিচালনা করে বলে জানিয়েছে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে, মে মাসের শেষ দিকে, লাইবেরিয়ার পতাকাবাহী এমএসসি এলসা ৩ নামে আরেকটি কনটেইনারবাহী জাহাজ কেরালার উপকূল থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। সেই জাহাজেও বিপজ্জনক রাসায়নিক পণ্য ছিল। ওই ঘটনার পর রাজ্য সরকার উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করে এবং মৎস্যজীবীদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম