Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় মেডিকেল ট্রাক বহরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:৩৮ এএম

গাজায় মেডিকেল ট্রাক বহরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

গাজায় খাবার ও ওষুধবাহী কনভয়ের ওপর হামলা, লুটপাট এবং বিশৃঙ্খলার ঘটনা বাড়ছে। ছবি: সংগৃহীত

ভয়াবহ দুর্ভিক্ষ ও লুটপাটের মধ্যে গাজা উপত্যকায় ছয়টি চিকিৎসা সরঞ্জামের ট্রাক প্রবেশ করতে যাচ্ছে। এ পরিস্থিতিতে ট্রাক বহরের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রণালয়। আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এই মেডিকেল কনভয় গাজা প্রবেশ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে তারা বলেছে, ‘চিকিৎসা সরঞ্জাম ও সরবরাহ বহনকারী এই ছয়টি ট্রাক গুরুতরভাবে প্রয়োজনীয়। তা ছাড়া আহত ও রোগীদের জীবন বাঁচাতে এগুলো অত্যন্ত জরুরি।’

মন্ত্রণালয় আরও বলেছে, ‘সম্মানিত নাগরিক, গণ্যমান্য ব্যক্তি, পরিবার এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আমাদের আহ্বান, ট্রাক বহরটিকে সম্পূর্ণ সুরক্ষা দিন। যেন কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এসব ট্রাক নিরাপদে হাসপাতালে পৌঁছাতে পারে এবং আহতদের জীবন রক্ষা করা যায়।’


গাজার স্বাস্থ্যব্যবস্থা ইতোমধ্যেই চরম বিপর্যয়ের মুখে রয়েছে। ইসরাইলি অবরোধ ও লাগাতার হামলায় বহু হাসপাতাল ধ্বংস বা অচল হয়ে পড়েছে। চিকিৎসা সামগ্রীর অভাবে অনেক রোগী ও আহত ব্যক্তি সঠিক সেবা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে এই মেডিকেল ট্রাক বহর নতুন আশার আলো জাগাচ্ছে।

এদিকে, গাজায় খাবার ও ওষুধবাহী কনভয়ের ওপর হামলা, লুটপাট এবং বিশৃঙ্খলার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে মানবিক সংস্থাগুলো। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রণালয়ের আহ্বান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই সহায়তা সুষ্ঠুভাবে পৌঁছাতে না পারলে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম