ইয়েমেনের হামলায় সৌদি ড্রোন ও ট্যাংক ধ্বংস
ইয়েমেনের পাল্টা হামলায় সৌদি আরবের তিনটি ট্যাংকসহ বেশ কয়েকটি সাজোয়া যান ও তিনটি ড্রোন ধ্বংস হয়েছে। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমবার ইয়েমেনি সেনাবাহিনী ও গণপ্রতিরোধ বাহিনীর হামলায় সীমান্তবর্তী জিজানপ্রদেশে সৌদি আরবের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে। এ ছাড়া প্রদেশের দুটি কন্ট্রোল টাওয়ারের নিয়ন্ত্রণ নিয়েছেন ইয়েমেনি যোদ্ধারা।-খবর পারস টুডের।
এদিকে সেনাবাহিনী জানিয়েছে, জিজানপ্রদেশে গণবাহিনীর সহযোগিতায় পরিচালিত এক অভিযানে সৌদি আরবের তিনটি আব্রামস ট্যাংক ও সাতটি সাজোয়া যান ধ্বংস হয়ে গেছে।
২০১৫ সালের মার্চ থেকে আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত ও আরও কয়েকটি দেশের সহযোগিতায় ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব।
সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি ইয়েমেনি নাগিরক প্রাণ হারিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইয়েমেনের হামলায় সৌদি ড্রোন ও ট্যাংক ধ্বংস
ইয়েমেনের পাল্টা হামলায় সৌদি আরবের তিনটি ট্যাংকসহ বেশ কয়েকটি সাজোয়া যান ও তিনটি ড্রোন ধ্বংস হয়েছে। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমবার ইয়েমেনি সেনাবাহিনী ও গণপ্রতিরোধ বাহিনীর হামলায় সীমান্তবর্তী জিজানপ্রদেশে সৌদি আরবের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে। এ ছাড়া প্রদেশের দুটি কন্ট্রোল টাওয়ারের নিয়ন্ত্রণ নিয়েছেন ইয়েমেনি যোদ্ধারা।-খবর পারস টুডের।
এদিকে সেনাবাহিনী জানিয়েছে, জিজানপ্রদেশে গণবাহিনীর সহযোগিতায় পরিচালিত এক অভিযানে সৌদি আরবের তিনটি আব্রামস ট্যাংক ও সাতটি সাজোয়া যান ধ্বংস হয়ে গেছে।
২০১৫ সালের মার্চ থেকে আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত ও আরও কয়েকটি দেশের সহযোগিতায় ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব।
সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি ইয়েমেনি নাগিরক প্রাণ হারিয়েছে।