‘হিমালয়া মেন’-এর নতুন মুখ আরেফিন শুভ
বিখ্যাত পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিমালয়া’র মেনজ ফেইসওয়াশ-এর বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা আরেফিন শুভ।
সুনামধন্য অভিনেতা হওয়ার পাশাপাশি আরেফিন শুভ একজন ইয়ুথ আইকন, ফিটনেস এন্থুসিয়াস্টিক এবং দর্শকপ্রিয় ব্যক্তিত্ব।
হিমালয়া’র সাথে যুক্ত হতে পারায় নিজের আনন্দ প্রকাশ করে আরেফিন শুভ বলেন, বর্তমান সময়ে যেকোন ক্ষেত্রে নিজের একটি ছাপ ও উপস্থিতি বজায় রাখা খুবই প্রয়োজনীয়।
হিমালয়া’র ফেইসওয়াশ ব্যবহারের উপকারিতা ভীষণভাবে লক্ষ্যণীয় এবং ত্বকের যত্নে এটিই আমার প্রথম পছন্দ। তাছাড়া, প্রাকৃতিক উপাদানের ব্যবহারে প্রস্তুত হওয়ায় পণ্যটি আমার বেশি পছন্দ।
অনুষ্ঠানে হিমালয়া বাংলাদেশ-এর বিজনেস হেড শ্রীকান্ত আইয়ার বলেন, হিমালয়া বাংলাদেশের অন্যতম প্রধান একটি ফেইসওয়াশ ব্র্যান্ড। ত্বকের সুরক্ষা ও গ্রাহক সন্তুষ্টিই হলো আমাদের মূল লক্ষ্য।
আরেফিন শুভ-কে আমাদের সাথে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। আমাদের বিশ্বাস, এই সম্পর্ক সামনের দিনগুলোতে হিমালয়া’র বিখ্যাত মেন ফেইসওয়াশ-কে ত্বকের যত্নে এক কার্যকরী সমাধান হিসেবে সকলের কাছে সুপরিচিত করবে, পাশাপাশি দেশের তরুণদের স্টাইল চর্চায় হয়ে উঠবে নিত্যদিনের সঙ্গী। শুভ তার সাহসী ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব নিয়ে আমাদের নতুন ক্যাম্পেইন “ড্যাশিং পুরুষের স্ম্যাশিং ফেইসওয়াশ”-এর সাথে যাত্রা শুরু করেন।
হিমালয়া মেনজ ফেইসওয়াশ সমাহারের মধ্যে হিমালয়া মেন পাওয়ার গ্লো লিকোরাইস, হিমালয়া মেন পিম্পল ক্লিয়ার নিম, হিমালয়া মেন ইন্টেন্স অয়েল ক্লিয়ার লেমন, হিমালয়া মেন অ্যাকটিভ স্পোর্টস এবং হিমালয়া মেন ফেইস অ্যান্ড বিয়ার্ড ওয়াশ-এর মতো পণ্যগুলো অন্যতম।
‘হিমালয়া মেন’-এর নতুন মুখ আরেফিন শুভ
সংবাদ বিজ্ঞপ্তি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫:৪৪ | অনলাইন সংস্করণ
বিখ্যাত পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিমালয়া’র মেনজ ফেইসওয়াশ-এর বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা আরেফিন শুভ।
সুনামধন্য অভিনেতা হওয়ার পাশাপাশি আরেফিন শুভ একজন ইয়ুথ আইকন, ফিটনেস এন্থুসিয়াস্টিক এবং দর্শকপ্রিয় ব্যক্তিত্ব।
হিমালয়া’র সাথে যুক্ত হতে পারায় নিজের আনন্দ প্রকাশ করে আরেফিন শুভ বলেন, বর্তমান সময়ে যেকোন ক্ষেত্রে নিজের একটি ছাপ ও উপস্থিতি বজায় রাখা খুবই প্রয়োজনীয়।
হিমালয়া’র ফেইসওয়াশ ব্যবহারের উপকারিতা ভীষণভাবে লক্ষ্যণীয় এবং ত্বকের যত্নে এটিই আমার প্রথম পছন্দ। তাছাড়া, প্রাকৃতিক উপাদানের ব্যবহারে প্রস্তুত হওয়ায় পণ্যটি আমার বেশি পছন্দ।
অনুষ্ঠানে হিমালয়া বাংলাদেশ-এর বিজনেস হেড শ্রীকান্ত আইয়ার বলেন, হিমালয়া বাংলাদেশের অন্যতম প্রধান একটি ফেইসওয়াশ ব্র্যান্ড। ত্বকের সুরক্ষা ও গ্রাহক সন্তুষ্টিই হলো আমাদের মূল লক্ষ্য।
আরেফিন শুভ-কে আমাদের সাথে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। আমাদের বিশ্বাস, এই সম্পর্ক সামনের দিনগুলোতে হিমালয়া’র বিখ্যাত মেন ফেইসওয়াশ-কে ত্বকের যত্নে এক কার্যকরী সমাধান হিসেবে সকলের কাছে সুপরিচিত করবে, পাশাপাশি দেশের তরুণদের স্টাইল চর্চায় হয়ে উঠবে নিত্যদিনের সঙ্গী। শুভ তার সাহসী ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব নিয়ে আমাদের নতুন ক্যাম্পেইন “ড্যাশিং পুরুষের স্ম্যাশিং ফেইসওয়াশ”-এর সাথে যাত্রা শুরু করেন।
হিমালয়া মেনজ ফেইসওয়াশ সমাহারের মধ্যে হিমালয়া মেন পাওয়ার গ্লো লিকোরাইস, হিমালয়া মেন পিম্পল ক্লিয়ার নিম, হিমালয়া মেন ইন্টেন্স অয়েল ক্লিয়ার লেমন, হিমালয়া মেন অ্যাকটিভ স্পোর্টস এবং হিমালয়া মেন ফেইস অ্যান্ড বিয়ার্ড ওয়াশ-এর মতো পণ্যগুলো অন্যতম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023