বাংলাদেশ সফরে আসছেন দেওবন্দের প্রিন্সিপাল
যুগান্তর ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৯:২৫ | অনলাইন সংস্করণ
২০ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হওয়া রাজধানীর মোহাম্মদপুরস্থ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া-এর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও দুই দিনব্যাপী দস্তারবন্দি সম্মেলনে যোগ দেবেন ভারতের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানি।
লালমাটিয়া মাদ্রাসার ৬০ বছর পূর্তি সম্মেলনে দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আমিন পালনপুরী ও মাওলানা রাশেদ আজমিও আসার কথা রয়েছে।
এছাড়াও সম্মেলনে বাংলাদেশের খ্যাতিমান আলেমদের মধ্যে হাটহাজারী মাদ্রাসার সহকারী মহাপরিচালক ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল হালিম বুখারী, বারিধারা মাদ্রাসার মুহতামিম আল্লামা নূর হুসাইন কাসেমী এবং কামরাঙ্গীরচর মাদ্রাসার পরিচালক আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী বক্তব্য রাখবেন।
সম্মেলনের মূল কার্যক্রম প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। এসময় বিগত বছরগুলোর উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি প্রদান, ইসলাহি বয়ান, কুরআন তিলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশ সফরে আসছেন দেওবন্দের প্রিন্সিপাল
২০ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হওয়া রাজধানীর মোহাম্মদপুরস্থ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া-এর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও দুই দিনব্যাপী দস্তারবন্দি সম্মেলনে যোগ দেবেন ভারতের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানি।
লালমাটিয়া মাদ্রাসার ৬০ বছর পূর্তি সম্মেলনে দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আমিন পালনপুরী ও মাওলানা রাশেদ আজমিও আসার কথা রয়েছে।
এছাড়াও সম্মেলনে বাংলাদেশের খ্যাতিমান আলেমদের মধ্যে হাটহাজারী মাদ্রাসার সহকারী মহাপরিচালক ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল হালিম বুখারী, বারিধারা মাদ্রাসার মুহতামিম আল্লামা নূর হুসাইন কাসেমী এবং কামরাঙ্গীরচর মাদ্রাসার পরিচালক আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী বক্তব্য রাখবেন।
সম্মেলনের মূল কার্যক্রম প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। এসময় বিগত বছরগুলোর উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি প্রদান, ইসলাহি বয়ান, কুরআন তিলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন হবে।