চকবাজারের আসল ঘটনা বের করতে হবে: ফরীদ উদ্দীন মাসউদ
যুগান্তর রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৪:২৯ | অনলাইন সংস্করণ
চকবাজারের আসল ঘটনা বের করে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। আল্লামা মাসউদ বলেন, ভয়াল অগ্নিকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এর আসল ঘটনা বের করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন নিয়ে ভাবার সময় এসেছে। রাজধানীতে কোনটা আবাসিক এলাকা আর কোনটা ব্যবসায়িক এলাকা, তা বোঝা বড় দায়। সরকারের উচিত অন্তত বিপজ্জনক কেমিক্যাল জাতীয় জিনিসের জন্য পৃথক অঞ্চল ঘোষণা করা।
উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চকবাজারের আসল ঘটনা বের করতে হবে: ফরীদ উদ্দীন মাসউদ
চকবাজারের আসল ঘটনা বের করে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। আল্লামা মাসউদ বলেন, ভয়াল অগ্নিকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এর আসল ঘটনা বের করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন নিয়ে ভাবার সময় এসেছে। রাজধানীতে কোনটা আবাসিক এলাকা আর কোনটা ব্যবসায়িক এলাকা, তা বোঝা বড় দায়। সরকারের উচিত অন্তত বিপজ্জনক কেমিক্যাল জাতীয় জিনিসের জন্য পৃথক অঞ্চল ঘোষণা করা।
উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন।