এক মলাটে পাঁচ মুহাদ্দিসের জীবনী
jugantor
এক মলাটে পাঁচ মুহাদ্দিসের জীবনী

  যুগান্তর ডেস্ক  

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২০:২৪  |  অনলাইন সংস্করণ

আধুনিক যুগে ইসলামী শিক্ষার প্রচার-প্রসার ও দাওয়াতি কার্যক্রম দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া।

বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা সাইয়েদ আবুল হাসান আলি নদভির (রহ.) পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে কওমি মাদ্রাসার শিক্ষা সংস্কার আন্দোলনের অগ্রদূত আল্লামা সুলতান যওক নদভি তা প্রতিষ্ঠা করেন।

দীর্ঘ তিন দশকের বেশি সময়ে এখানে দক্ষতার সঙ্গে হাদিসের দরস দিয়েছেন অনেক বর্ষীয়ান মুহাদ্দিস। তাদের মধ্যে পরকালে পাড়ি জমানো পাঁচ মুহাদ্দিস ছিলেন হাদিসচর্চার ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব।

তারা হলেন- আল্লামা সাঈদ আহমদ গহিরাভি (রহ.), আল্লামা ইহসানুল হক সন্দ্বীপি (রহ.), আল্লামা মাজহারুল ইসলাম (রহ.), মাওলানা আবু তাহের (রহ.) ও মাওলানা ড. জসিম উদ্দীন (রহ.)।

মহানবীর (সা.) বাণীকে উত্তরসূরী তালিবে ইলমদের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই মনীষীতূল মুহাদ্দিসদের জীবনী সংক্ষিপ্ত পরিসরে সংকলন করেছেন তরুণ আলেম মাওলানা মাহমুদ মুজিব।

পাঁচ অধ্যায়ে সন্নিবেশিত বইটির শুরুতে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় ভূমিকা লেখেছেন বাংলাদেশের প্রবীণ আলেম ও বিশ্ববরেণ্য আরবি সাহিত্যিক জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভি।

হাদিস পাঠদানকারী উল্লিখিত পাঁচ মুহাদ্দিসের জীবনী সংকলনের সুন্দর উদ্যোগের প্রশংসা করে তাদের স্মৃতিচারণ করেন তিনি। সংক্ষিপ্ত হলেও বইটি ভবিষ্যতে গবেষকদের তথ্যসূত্র হিসেবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমতে পাতায় লিখেছেন জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার উপ-পরিচালক মাসিক আল-হক এর সম্পাদক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল।

‘আমরা যাদের কাছে ঋণী’ এই সিরিজে আরো বড় কলেবরে পূর্বসূরী আলেমদের জীবনীকে ধারাবাহিকভাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার কথা জানিয়েছেন জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শরিয়াহ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামিল মাদানি।

চমৎকার প্রচ্ছদ ও অলংকরণে সজ্জিত বইটি বাজারে এনেছে জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদ। বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৬৪ এবং মুদ্রিত মূল্য ১০০ টাকা।

বইয়ের নাম: জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া-র পঞ্চরত্ন
সংকলক : মাহমুদ মুজিব
প্রকাশনী : জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদ
মুদ্রিত মূল্য : ১০০
পৃষ্ঠা সংখ্যা : ৬৭

এক মলাটে পাঁচ মুহাদ্দিসের জীবনী

 যুগান্তর ডেস্ক 
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২০ পিএম  |  অনলাইন সংস্করণ

আধুনিক যুগে ইসলামী শিক্ষার প্রচার-প্রসার ও দাওয়াতি কার্যক্রম দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া। 

বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা সাইয়েদ আবুল হাসান আলি নদভির (রহ.) পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে কওমি মাদ্রাসার শিক্ষা সংস্কার আন্দোলনের অগ্রদূত আল্লামা সুলতান যওক নদভি তা প্রতিষ্ঠা করেন। 

দীর্ঘ তিন দশকের বেশি সময়ে এখানে দক্ষতার সঙ্গে হাদিসের দরস দিয়েছেন অনেক বর্ষীয়ান মুহাদ্দিস। তাদের মধ্যে পরকালে পাড়ি জমানো পাঁচ মুহাদ্দিস ছিলেন হাদিসচর্চার ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব। 

তারা হলেন- আল্লামা সাঈদ আহমদ গহিরাভি (রহ.), আল্লামা ইহসানুল হক সন্দ্বীপি (রহ.), আল্লামা মাজহারুল ইসলাম (রহ.), মাওলানা আবু তাহের (রহ.) ও মাওলানা ড. জসিম উদ্দীন (রহ.)। 

মহানবীর (সা.) বাণীকে উত্তরসূরী তালিবে ইলমদের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই মনীষীতূল মুহাদ্দিসদের জীবনী সংক্ষিপ্ত পরিসরে সংকলন করেছেন তরুণ আলেম মাওলানা মাহমুদ মুজিব। 

পাঁচ অধ্যায়ে সন্নিবেশিত বইটির শুরুতে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় ভূমিকা লেখেছেন বাংলাদেশের প্রবীণ আলেম ও বিশ্ববরেণ্য আরবি সাহিত্যিক জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভি। 

হাদিস পাঠদানকারী উল্লিখিত পাঁচ মুহাদ্দিসের জীবনী সংকলনের সুন্দর উদ্যোগের প্রশংসা করে তাদের স্মৃতিচারণ করেন তিনি। সংক্ষিপ্ত হলেও বইটি ভবিষ্যতে গবেষকদের তথ্যসূত্র হিসেবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমতে পাতায় লিখেছেন জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার উপ-পরিচালক মাসিক আল-হক এর সম্পাদক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল। 

‘আমরা যাদের কাছে ঋণী’ এই সিরিজে আরো বড় কলেবরে পূর্বসূরী আলেমদের জীবনীকে ধারাবাহিকভাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার কথা জানিয়েছেন জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শরিয়াহ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামিল মাদানি। 

চমৎকার প্রচ্ছদ ও অলংকরণে সজ্জিত বইটি বাজারে এনেছে জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদ। বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৬৪ এবং মুদ্রিত মূল্য ১০০ টাকা। 

বইয়ের নাম: জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া-র পঞ্চরত্ন
সংকলক : মাহমুদ মুজিব 
প্রকাশনী : জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদ
মুদ্রিত মূল্য : ১০০
পৃষ্ঠা সংখ্যা : ৬৭

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন