মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করার পর কোন ক্ষেত্রে গোশত খাওয়া নাজায়েজ
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৩:১৯ পিএম
কুরবানির পশু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুরবানির মাসআলা-মাসায়িল নিয়ে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়।মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হয়।এক্ষেত্রে কুরবানির মাসআলা-মাসায়িল সম্পর্কে সহীহ হাদিসের আলোকে আলোকপাত করা হলো।
মাসআলা : মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি অছিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসাবে গণ্য হবে। কুরবানির গোশত স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয়স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানির অছিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না। গরিব-মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। -মুসনাদে আহমদ ১/১০৭, হাদিস ৮৪৫, ইলাউস সুনান ১৭/২৬৮, রদ্দুল মুহতার ৬/৩২৬, কাযীখান ৩/৩৫২।
মাসআলা : যেমনিভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করা জায়েজ। তদ্রুপ জীবিত ব্যক্তির পক্ষ থেকে তার ইসালে সওয়াবের জন্য নফল কুরবানি করা জায়েজ। এ কুরবানির গোশতদাতা ও তার পরিবারও খেতে পারবে। -রদ্দুল মুহতার ৬/৩২৬।
