Logo
Logo
×

ইসলাম ও জীবন

সুদের টাকা গরিবদের বা মসজিদে দেওয়া যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৮:০০ পিএম

সুদের টাকা গরিবদের বা মসজিদে দেওয়া যাবে?

প্রশ্ন: আমার একটা বিষয় জানার ছিল, ব্যাংকে ডিপিএস এ টাকা জমা করলে যে সুদ দেওয়া হয় আমি তা নিয়ে নিজে না খেয়ে গরীবদের অথবা মসজিদে উন্নয়নে কাজে দিতে পারব?

উত্তর: যেহেতু সুদ হারাম তাই একজন মুমিনের কর্তব্য হল, যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। কিন্তু এর পরও যদি অ্যাকাউন্টে কোনো সুদ চলে আসে, তবে সে ক্ষেত্রে অবশ্যই সেই টাকা সুদদাতাকে ফেরত দিতে হবে। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ১০/১২৪)

কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট সুদদাতা বের করা অসম্ভব, তাই সওয়াবের নিয়ত না করে কোনো জাকাত খাওয়ার উপযুক্ত মিসকিনকে তা দান করে দিতে হবে। (আহসানুল ফাতাওয়া : ৭/১৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১২৬)

দুই. সুদের টাকা মসজিদের কাজে লাগানো জায়েজ হবে না। কেননা, মসজিদ আল্লাহ তাআলার ঘর। যা মুসলমানদের হালাল ও পবিত্র দান অনুদান দ্বারা নির্মিত ও পরিচালিত হবে। 

সুদের মত ঘৃণিত অর্থ মসজিদের মত পবিত্র জায়গাতে ব্যয়ের চিন্তা করাও ঠিক নয়। 

দারুল উলুম দেওবন্দ-এর ফতোয়ায় বলা হয়েছে– সুদের টাকা নাপাক সম্পদ। আর নাপাক সম্পদ ইবাদতখানা তথা মসজিদে ব্যয় করা শরিয়তের দৃষ্টিতে জায়েয নয়। কেননা, রাসুলুল্লাহ সা. বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন…(মিশকাত ২৪১)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম