Logo
Logo
×

ইসলাম ও জীবন

স্ত্রীর জাকাত কি স্বামীর আদায় করতে হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:০৯ পিএম

স্ত্রীর জাকাত কি স্বামীর আদায় করতে হবে?

প্রশ্ন: স্ত্রীর নামে বা মালিকানায় যদি নেছাব পরিমাণ সম্পদ থাকে তবে তার জাকাত কে আদায় করবে।ওই জাকাত কি স্বামীকে পরিশোধ করা বাধ্যতামূলক?

উত্তর: জাকাত সম্পদের মালিকের ওপরই ফরজ হয়। সুতরাং স্ত্রীর জাকাত স্ত্রীই আদায় করবে।

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোন স্বর্ণ ও রৌপ্যের মালিক যদি এগুলোর হক (জাকাত) আদায় না করে তবে কিয়ামতের দিনে তার জন্য আগুনের পাত তৈরি করা হবে। তারপর জাহান্নামের অগ্নিতে উত্তপ্ত করে তা দিয়ে তার পার্শ্বে ও ললাটে, পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। এরপর যখন উত্তপ্ততা কমে যাবে তখন পূনরায় তা উত্তপ্ত করা হরে। 

এভাবে চলতে থাকবে, দিনভর যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর, যে পর্যন্ত না বান্দাদের মধ্যে ফয়সালা হবে। অতঃপর দেখান হবে তার পথ হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। (সহিহ মুসলিম ৯৮৭)

তবে স্বামী যদি স্ত্রীর অনুরোধে বা অনুমতিক্রমে খুশি মনে তার জাকাত আদায় করে দেন তাহলেও আদায় হয়ে যাবে এবং স্বামী সওয়াবের ভাগী হবেন। বরং সামর্থ্যবান স্বামীর জন্য অর্থের সঙ্গে জড়িত ফরজগুলো আদায়ের ক্ষেত্রে স্ত্রীর সহযোগিতা করাই বাঞ্ছনীয়। 

(মুসান্নাফ ইবনে আবী শাইবা ৬/৪৭০, ৮/২৩০ আহকামুল কুরআন জাসসাস ৩/১০৭ আদ্দুররুল মুখতার ২/২৯৮)

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম