Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

অমুসলিমদের অনুদান গ্রহণ কি জায়েজ?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অমুসলিমদের অনুদান গ্রহণ কি জায়েজ?

সাফওয়ান আহমদ, মেলান্দহ, জামালপুর

প্রশ্ন : অমুসলিমদের অনুদান গ্রহণ কি জায়েজ?

উত্তর : অমুসলিমদের অনুদান বা উপহার গ্রহণ করা মৌলিকভাবে বৈধ। নবীজি অমুসলিমদের দেওয়া উপহার গ্রহণ করেছেন। আলি ইবনে আবু তালেব (রা.) বলেন, দুমাতুল জান্দাল-এর শাসক উকাইদির নবীজিকে একটা রেশমি বস্ত্র উপহার দেন। তিনি তা আলি (রা.)কে দিয়ে বলেন, তুমি এটা কেটে ফাতেমাদেরকে ওড়না বানিয়ে দাও [সহিহ মুসলিম : ২০৭১]।

তবে যদি অনুদান বা উপহারের মাধ্যমে অমুসলিমরা মুসলিমদের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে চায় কিংবা তাদের অনুদান গ্রহণ করার মাঝে মুসলিমদের ধর্মীয় ক্ষতি নিহিত থাকে, তবে তাদের অনুদান বা উপহার গ্রহণ করা যাবে না।

সূত্র : মুসান্নাফে ইবনে আবি শাইবা, ৩৩৪৪৭; ফাতহুল বারি, ৫/২৩১; কিতাবুল ফুরু, ১০/৩৪৪; রাদ্দুল মুহতার, ৪/৩৪১; মাজমুউ ফাতাওয়া ইবনি বায, ২৮/২৩৮ হ স ইসলাম ও জীবন ডেস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম