Logo
Logo
×

ইসলাম ও জীবন

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

প্রশ্ন: কারো উপর জাকাত ফরজ হয়েছে, এখন সেই বাক্তি যদি জাকাতের টাকা দিয়ে ইফতারি দেয়, অর্থাৎ মানুষকে ইফতারি করায়, তাহলে কি তার জাকাত আদায় হয়ে যাবে?

উত্তর: ইফতারি করানোর দ্বারা জাকাত আদায় হবে না। হ্যাঁ, যদি জাকাতের নিয়তে ইফতারি ক্রয় করে গরীবকে মালিক বানিয়ে দিয়ে দেয়, তারপর দারিদ্র ব্যক্তি নিজের ইচ্ছেমত তা নিয়ে যেতে পারে, তাহলে জাকাত আদায় হবে।

জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে সাধারণত, এতিমখানা বা মাদরাসার গরিব এতিম ছাত্রদের প্রাধান্য দেওয়া হয়। জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাত আদায়ের ক্ষেত্রে মূল শর্ত হলো— প্রকৃত হকদারকে তার পাওনা অর্থাৎ জাকাতের টাকা বুঝিয়ে দেওয়া এবং মালিক বানিয়ে দেওয়া। 

তাই কেউ যদি এতিম এবং প্রকৃত হকদারদের টাকার মালিক না বানিয়ে সরাসরি তাদেরকে ইফতার করাতে চায় বা ইফতার করায় তাহলে জাকাত আদায় হবে না। 

কারণ, জাকাত আদায়ের ক্ষেত্রে মূল শর্ত হলো— প্রকৃত হকদারকে তার পাওনা অর্থাৎ বুঝিয়ে দেওয়া এবং মালিক বানিয়ে দেওয়া। তবে যদি জাকাতের নিয়তে ইফতার সামগ্রী ক্রয় করে এবং কোনো গরিব ও জাকাতের হকদারকে এর মালিক বানিয়ে দেয়, এবং দরিদ্র ব্যক্তির তা ইচ্ছেমতো নিয়ে যাওয়া, খাওয়া বা নিজের পছন্দের কাউকে দেওয়ার অধিকার পায় তাহলে জাকাত আদায় হবে। 

(আলমুহিতুল বুরহানি : ৩/২১৫; আলবাহরুর রায়েক : ২/২০১; রদ্দুল মুহতার : ২/২৫৭)

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম