Logo
Logo
×

আইন-বিচার

তরুণীকে মারধর: আপন কফিশপের ম্যানেজারসহ দুজন রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম

তরুণীকে মারধর: আপন কফিশপের ম্যানেজারসহ দুজন রিমান্ডে

রাজধানীর রামপুরা থানাধীন খিলগাঁও তালতলায় এক তরুণীকে মারধর করার অভিযোগে একটি কফিশপের ম্যানেজারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।এর আগে সোমবার বিকাল ৪টার দিকে তাদের আটক করা হয়। 

আসামিরা হলেন- আপন কফিশপের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন। 

ওসি জানান, ১১ দিন আগে খিলগাঁও তালতলা এলাকায় আপন কফিশপের সামনে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে কফিশপটির ম্যানেজার আলামিন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ওসি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মারধর করার ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফিশপে অভিযান চালিয়ে ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। মামলায় মঙ্গলবার তাদের গ্রেফতার দেখিয়ে ছয় দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এতে তরুণীকে শনাক্ত করা যায়নি। শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম