Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মতবিনিময় সভা

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৫:১১ এএম

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে জোহানসবার্গের ব্রামফন্টেইনে দেশটির সাংবিধানিক আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ টিমের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের প্রধান বিচারপতির মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতার কথা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতিকে অবহিত করেন।

এসময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দেশটিতে গঠিত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের অভিজ্ঞতা অর্জনে এ সফরে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম